Breaking News
Home / Breaking News / কবি কেশব মণ্ডল ( হঠাৎ-কবি ) এর কবিতা “মজুরি”

কবি কেশব মণ্ডল ( হঠাৎ-কবি ) এর কবিতা “মজুরি”

মজুরি
কেশব মণ্ডল ( হঠাৎ-কবি )
১৯।১২।২১

আস্থা ডাকে -আয় রে রাণী
তোর ওপরে আস্থা আছে
দাদুর চিঠি এলো আজই
আয় না দেখি একটু কাছে।
-হঠাৎ হঠাৎ ডাকিস কেন
দাদুর চিঠি পড়তে আমায়
এই দুনিয়ায় বল দেখি কেউ
এমনি এমনি গা ঘামায়?
একটা চিঠি পড়লে দিবি
একটা প্যাকেট বিরিয়ানী
খরচাপাতি নয় যে অতি
তুই তো বড়ই সেয়ানী।
-আচ্ছা তবে পাবি সেটাই
দিয়েই দিলাম মঞ্জুরি
গাট্টা খাবি চাইলে বেশি
খাটবে না তো জারিজুরি।
হিন্দি জানি, মাতৃভাষায়
সড়গড় নই যে তেমন
বন্ধু বলেই ডাকছি তোকে
বলতো কেন করিস এমন।
পড়লো চিঠি মহারাণী
তৃপ্ত হলো বেশ
-বিরিয়ানী চাই নে মোটেই
আনন্দটাই অশেষ।
দাদুর চিঠি পড়লে তোরই
অনেক শেখা যায়
সহজ সরল মনের কথা
মূর্ত প্রকাশ পায়।
……………………….

Powered by themekiller.com