Breaking News
Home / Breaking News / কবি মোহাম্মদ টুকু রহমান এর কবিতা ” ভালো নেই”

কবি মোহাম্মদ টুকু রহমান এর কবিতা ” ভালো নেই”

ভালো নেই
মোহাম্মদ টুকু রহমান
১৮/১২/২১

কেউ ভালো নেই
কেউ শান্তিতে নেই
কেউ স্বস্তিতে নেই
দুর থেকে মনে হয়
সে খুব ভালো আছে
টাকা পয়সা অঢেল
গাড়ি বাড়ি সম্পদ সবই
আছে
ঝামেল নেই, দুঃচিন্তা দুর্ভাবনা
নেই
অভাব নেই, দারিদ্র্য নেই
হতাশা, আফসোস নেই
সুখের সমুদ্রে বসবাস
নেই কোন দীর্ঘশ্বাস।

নদী ভাঙ্গে, আবার চর জেগে
উঠে, জীবনে অন্ধকার নামে
আলো ফুটে
পালাবদল জীবনের অংশ
উঠানামা, কেউ বিশ্বাস করি
কেউবা করি না
তখনই অশান্তি শুরু হয়
কেউ শান্তিতে নেই।

প্রতিবেশিকে ভাবি ওনি সুখী
সেই বেশি অসুখী, শান্তিতে
নেই
বাসায় প্রায় ঝগড়াঝাটির
আওয়াজ পাই
ওনার মেয়ের ডিভোর্স
কারো প্যারালাইস
শরীর অসুস্থ, বিছানায়
পড়া
কারো সন্তান অবাধ্য
মাদকাসক্তি, বাসায় মা বাবার
সাথে দুর্ব্যবহার
কারো বউ পরকীয়ায় লিপ্ত
কেউ ঋণগ্রস্ত
কেউ দারিদ্র্য অভাব অনটন
বিপর্যস্ত
কেউ বা মামলা মুকদ্দমা
নিঃস্ব
আমরা কেউ শান্তিতে নেই
কেউ ভালো নেই।

এক সময় এই অশান্তি
নিয়ে দুনিয়া থেকে
চলে যাবো
দুনিয়ায় কেউ শান্তিতে ছিলাম
না
দুনিয়া অশান্তির জায়গা
সুখশান্তির পিছনে ছুটছি
দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত
এপারে কোন সুখ নেই
শান্তি নেই
যত সুখশান্তি ওপারে
ভালো কাজের, সৎকর্মের।

Powered by themekiller.com