Breaking News
Home / Breaking News / কবি গোবিন্দ মন্ডল এর কবিতা “আমরা স্বাধীন”

কবি গোবিন্দ মন্ডল এর কবিতা “আমরা স্বাধীন”

আমরা স্বাধীন
গোবিন্দ মন্ডল
18/12/2021

আমরা স্বাধীন আমরা স্বাধীন
গর্ব করে বলি তাই,
ইংরেজদের গোলামী করেই চলেছি
লেজটি আজও ছাড়ি নাই।

ধুতি পাঞ্জাবি পরা ভুলে গেছি
ভালোবাসি প্যান্ট শার্ট,
সুট বুট পরে দাড়ি গোঁফ চেছে
আমরা হয়েছি স্মার্ট।

কথায় কথায় ইংরেজি বলে
দেখাই আধুনিকতা,
ছোট বড়’র নেই হিতাহিত জ্ঞান
শুধু হৃদয়ে আকুলতা।

ছেঁড়া- ফাটা জোরাতালি মারা
জামাকাপড় পরে,
বখাটে ফ্যাশন মেরে কিছু মানুষ
বাঁদরের মতো ঘোরে।

হাসি পায় দেখে চুলের বাহার
কাটিংয়ের নানান কায়দা,
লাল বাদামী রঙের কতই বাহার
সেলুন বালার ফায়দা।

ডিজের তালে ভন্ডের মত ভাই
মাতাল নৃত্য নেচে,
দেশি সংস্কৃতির সভ্যতা টুকু ও
আমরা দিয়েছি বেঁচে।

চুক্ চুক্ চুক্ মদের গ্লাসে
আমরা চুমুক মারি,
মা বোনদের ছাড়ি না কখনো
শিল্পতাহানি করি।

জাতী পার্টি আর ধর্ম নিয়ে
আমরা লড়াই করি,
খুন ধর্ষণ বেড়ে চলেছে রোজ
প্রতিবাদ না করি।

হাবে আর ভাবে সাজি ভোলাভালা
মুখোশের ফেরিওলা,
আমরণ খেলেছি যে মরন খেলা
শুধু স্বার্থের ফেরিওলা।

অর্থের লোভে অন্ধ হয়ে
ঘৃণ কর্ম করি,
ফুটপাতের অনাহারীর জন্য
কিছুই না করি।

সৃষ্টির সেরা জীব মানুষ জাতি
তুমি যে মহান,
মানবতার পথে ফিরে এসে
বাঁচাও দেশের মান।

Powered by themekiller.com