Breaking News
Home / Breaking News / কবি এস,সিদ্দিকী এর কবিতা ” শপথ”

কবি এস,সিদ্দিকী এর কবিতা ” শপথ”

শপথ
-এস,সিদ্দিকী
শপথ নিলাম,শপথ নিলাম
মাগো,তোমায় কথা দিলাম
শতজনমের অনুরাগ ‘স্বাধীনতা’
তোমার সন্তান ভুলেনি সে কথা।

শপথ নিলাম,শপথ নিলাম
আয়ু দিয়ে রাখিবো সুনাম
তোমার বেদনার অশ্রুজলে
ডুবিয়াছি যুগে যুগে কালে-

তোমার কাঁদা হেরি রহিনি ঘরে,
সে আঁখির জল কাঁদাইছে মোরে।
তোমার উদরে জন্ম নিয়ে ধন্য-
পাই আলো,বায়ু,তোমারই জন্য।

সবুজ,শ্যামল,ফুল,সোনালি মাঠ
রাখালি বাঁশির সুর মেঠোপথ-
সাগরের জল,ওঠে আসা সমীরণ
শতজ্বালা নিভায়ে জুড়াইছে মন।

শোধ হবেনা যার ঋণ কোনোদিন।

শপথ নিলাম, শপথ নিলাম-
তব মুক্ত রাখিতে কথা দিলাম।
যতোদিন চন্দ্র,সূর্য,গ্রহ,তারা,
রবে সাগরের জল-
ততদিন থাকিব জাগি
জীবনের শক্তি বাহুবল,

রক্ত কণিকা,উৎস্বর্গ করি
রাখিবো তোমার মান-
চিরকাল।

মা,তোমায় বাসিব ভালো জন্ম-
জন্মান্তর,তুমি মহান-
পূজিতে শিরোনাম,
শপথ নিলাম, শপথ নিলাম।।

( স্বাধীনতার রজতজয়ন্তীতে বিজয় দিবস উপলক্ষে রচিত)
১৬/১২/২০২১খ্রি.

Powered by themekiller.com