Breaking News
Home / Breaking News / কবি মোঃ মাসুদার রহমান (মাসুদ) এর কবিতা “আজি আমাদের বিজয় দিবস”

কবি মোঃ মাসুদার রহমান (মাসুদ) এর কবিতা “আজি আমাদের বিজয় দিবস”

কবিতার শিরোনাম,
আজি আমাদের বিজয় দিবস ৷
ছন্দ মুক্তক মাত্রাবৃত্ত,
মোঃ মাসুদার রহমান (মাসুদ)
তারিখ ১৬/১২/২০২১/

আজি আমাদের বিজয় দিবস
স্বাধীনতা ঘোষণার দিন,
এ স্বাধীনতা ঘোষণার লাগিয়ে
শত শত প্রাণ হয়েছে বির্দীণ ৷
আজি আমাদের বিজয় দিবস
স্বাধীনতা ঘোষণার দিন ৷

যারা জুলুমের পরে জুলুম সহ্য করে
রক্তের পরে রক্ত ক্ষরণ করে,
ছিনিয়ে এনেছে আমাদের তরে এ স্বাধীনতা,
তাদের অবদান আমাদের কাছে
থাকবে চির অনন্ত দিন ৷
আজি আমাদের বিজয় দিবস
স্বাধীনতা ঘোষণার দিন ৷

যারা জীবনের ঝুঁকি কাঁধে নিয়ে
সব কিছুর মায়া মহব্বত ছেড়ে দিয়ে,
উৎখাত করলো বিদ্বেষী পাক সেনা ৷
তাদের রক্তের ঋণ,
তাদের জীবনের ঋণ,
পরিশোধ হবেনা কোন দিন ৷
তাদের সম্মান আমাদের কাছে
থাকবে চির অনন্ত দিন ৷
আজি আমাদের বিজয় দিবস
স্বাধীনতা ঘোষণার দিন ৷

যারা নিজেদের সম্ভ্রম সতীত্ব
বিলীন করে দিয়ে,
নরা-পশুদের ছোবল থেকে
মুক্ত করেছে এ বাংলার সীমা রেখা ৷
তাদের সতীত্বের ঋণ,
তাদের সম্ভ্রমের ঋণ,
পরিশোধ হবেনা কোন দিন ৷
তাদের স্মৃতি বুকের মাঝে
রাখবো আমরা চির অনন্ত দিন ৷
আজি আমাদের বিজয় দিবস
স্বাধীনতা ঘোষণার দিন ৷

যারা বুকের তাজা রক্ত ক্ষরণ করে
রেখে গেলো আমাদের তরে এ স্বাধীনতা,
তাদের রক্ত ঝরা স্বাধীনতাকে
আমরা কিছুতে বিলীন হতে দিবো না ৷
তাদের রক্ত ঝরা স্বাধীনতাকে
রক্ষা করতে প্রয়োজনে
আমরাও জীবন করে দিবো বির্দীণ ৷
আজি আমাদের বিজয় দিবস
স্বাধীনতা ঘোষণার দিন ৷

Powered by themekiller.com