Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা’র 🛑 লাল টিপ 🛑

কবি রিটন মোস্তফা’র 🛑 লাল টিপ 🛑

🛑 লাল টিপ 🛑

– রিটন মোস্তাফা

এখানেও ঘন অন্ধকার নেমে এসিছিলো একবার
কিছু নক্ষত্রের ঘৃণ্য ষড়যন্ত্রে, ঠিক দিনের মধ্য ভাগে।
অঘোষিত দামামায় কেঁপে উঠেছিলো জড়সড় প্রকৃতি
কেউ একজন রক্ত লাল টিপের স্বাদ নিতে চেয়েছিল।
তাই টুকরো টুকরো মাংস গুলো পড়ে ছিলো অন্ধকারে
তাতে রক্ত ছিলোনা,চুষে নিয়ে এলিয়েনরা ছুটতো নক্ষত্রে
বুঝা যায়নি হঠাৎ ঘটে যাওয়া এই নররক্তের টিপ সংগ্রহ।

এর পর অন্ধকারেই টিপটিপ জোনাকির আলোর ছোটাছুটি
কিসের যেন শুরু হলো সঙ্ঘবদ্ধ হবার গোপন আয়োজন।
দলা পাকতে শুরু করলো ছোট আলো বড় বড় কুণ্ডলীতে
এরও একটু পরে শুরু হলো মহা বিষ্ফোরণ চারিদিকে,দুমদুম
কেঁপে কেঁপে উঠলো দূরের নক্ষত্র, আতঙ্কিত তারা দিশেহারা।
সংঘবদ্ধ জোনাকি আলোয় পুড়তে লাগলো এলিয়েনের দল
পালাতে লাগলো,পরাজিত হতে থাকলো এখানে ওখানে ক্রমে।
একটা সময় দূর কোন মসজিদ থেকে ভেসে এলো আজান
“আসলাতু খায়রুম মিনান নাউম…” নীরব হয়ে গেলো চারিদিক
আস্তে আস্তে লাল হতে হতে অবশেষে সূর্যটা দেখা গেলো পূবে।

জেগে উঠলো লাখো প্রাণ, জেগে উঠলো নতুন জীবনের আহ্বান
চোখে মুছে শক্ত হলো জননী, নতুন লাল টিপ সূর্যকে জানাতে সালাম।

©️ রিটন মোস্তাফা

error: Content is protected !!

Powered by themekiller.com