Breaking News
Home / Breaking News / কবি মুহাম্মদ নুরুল কবির করিমী এর কবিতা ” রূপসী বাংলা”

কবি মুহাম্মদ নুরুল কবির করিমী এর কবিতা ” রূপসী বাংলা”

কবিতাঃ রূপসী বাংলা
কবিঃ মুহাম্মদ নুরুল কবির করিমী ।

বাংলা ভাষায় কতো কথা
উদয় হয় মনে
কতো আশা ভালোবাসা
জাগে হৃদয় তানে ।

মুয়াজ্জিনের আল্লাহু আকবর
ধ্বণি বাজে কানে
সূর্যি মামা নিদান ভেঙে
জাগে পূর্ব কোণে ।

মধুর সুরে ভোরের পাখি
করছে ডাকা ডাকি
মাঠের কবি সোনার ধানে
আঁকছে নিজের ছবি ।

মাতামুহুরি নদীর জলে
হরেক রকম মাছ
বানের জলে ভেসে আসে
নানান রকম গাছ ।

মাঝি ভাইয়া ভীষণ ব্যস্ত
টানছে নৌকার গুণ
মাতামুহুরি নদীর দখিন তটে
পলাশ , যবার আগুন ।

নীল আকাশে আজ আনাগোনা
শুভ্র মেঘের ফালি
পাহাড় থেকে নামছে ধেয়ে
মুলি বাঁশের চালি ।

দুপুর বেলায় রৌদ্র তাপে
তপ্ত শরীর ঘামে
সাঁঝের মায়ায় রঙিন আবীর
টানে গভীর প্রেমে ।

রাত্রি নিশি জেগে কাটায়
আকাশ ভরা তারা
জ্যোৎস্না রাতে স্নিগ্ধ আলোয়
মন যে পাগল পারা ।

গভীর ঘুমে দেখি স্বপন
সোনায় মোড়া দেশ ,
শান্তি সুখের ঠিকানা ভাই
আমার সোনার বাংলাদেশ ।

Powered by themekiller.com