Breaking News
Home / Breaking News / কবি ওমর ফারুক খাঁন (রোয়েল) এর কবিতা “আত্মার স্বস্তি”

কবি ওমর ফারুক খাঁন (রোয়েল) এর কবিতা “আত্মার স্বস্তি”

“আত্মার স্বস্তি”
_______🖊ওমর ফারুক খাঁন (রোয়েল)

হৃদয়ের স্বস্তির জন্যে
একটি শান্তি সভা হবে সানফ্রান্সিসকোতে
বিদেহী আত্মার আমন্ত্রণ রইলো।
জীবনের অতীত জঞ্জাল ভুলে এসো।
এসো, নীরবে-নিভৃতে আত্মার স্বস্তির জন্যে
তোমাদের কঙ্কালগুলো ঝেড়ে ফেলে এসো
সঙ্গে নিয়ে এসো শুধু ঋদ্ধমন।

যেখানে আর নেই এখন বীভৎস মানসিকতা।
নেই সিস্টোলিক ও ডায়াস্টোলিকের চাপ।
চাপাচাপির দুনিয়ায় হয়তো পেয়েছিলে চরম আঘাত।
মারিয়ানাট্রেঞ্চে ডুবে যাওয়ার মুহূর্তে পেয়েছিলে কি সেই
হাত?
যে হাতে জমা ছিলো সমস্ত বিশ্বাস!
জাগাও বিবেকের দাঁড়িপাল্লা মাপো-
আর অনুধাবন করো রূঢ় বাস্তবতা।
সত্য নিয়ে পার হতে পেরেছো কি দুনিয়ার পুলসেরাত?

ভুলে যাও যতো জীবনের আঘাত-
আজ নয় আর দীর্ঘশ্বাস।
আজ শুধুই হাসি উল্লাস।
আজ ধ্রুব সত্যকে মেনে নেবো
তুমি,আমি ও সে-
আমরা কবর থেকে জন্মাই কবরে যাওয়ার জন্যে।

যারা এ সত্যকে মানবে তারা এসো-
দার্জিলিংয়ের হাওয়া,
ফিলিস্তিনের হাসি,
মিশরের রূপ,
কাশ্মীরের প্রকৃতি,
বাঙালির আত্মপ্রত্যয়,
গান-কবিতা সমস্ত কিছু তাদের জন্যেই।

error: Content is protected !!

Powered by themekiller.com