Breaking News
Home / Breaking News / কবি মোঃ ফরিদুল ইসলাম ফারুক খান এর কবিতা “স্বাধীনতার ৫০ বছর”

কবি মোঃ ফরিদুল ইসলাম ফারুক খান এর কবিতা “স্বাধীনতার ৫০ বছর”

স্বাধীনতার ৫০ বছর
==============================
কলমেঃ মোঃ ফরিদুল ইসলাম ফারুক খান
==============================
রচনাকালঃ ১৪/১২/২০২১ইং

কতটা কষ্ট আর নির্যাতিত হলে
অস্ত্র হাতে নিবে হে সৈনিক তুলে?
৫০ বছর আগের কথা গিয়েছো কি ভুলে?

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিজয়ের মাস
কত সহস্র মা বোনের হয়েছিল সেদিন সর্বনাশ
খাল বিল নদী রাস্তা ঘাটে পড়েছিল অজস্র লাশ।

চোখের সামনে স্ত্রী সন্তান পিতা মাতা ভাই বোনের অশ্রু
পাকিস্তানীরা এতোটাই নির্মম ছিল যেন একেকটা হিংস্র পশু
ধর্ষিতা মা বোনের চিৎকার রেহাই পাইনি ছোট্ট নবজাত শিশু।

আজ ১৬ ই ডিসেম্বর বাঙালি জাতির বিজয় দিবস
কলম থেমে যায় ছন্দপতন যুগের পরিবর্তন মস্তিষ্কের অবস
স্বাধীনতার ৫০ বছরে দুর্নীতিতে প্রথম উন্নয়নে অলস।

রক্ত আর ইজ্জতের বিনিময়ে এঁকেছি লাল সবুজের পতাকা
মা বাবা ভাই বোন বন্ধু স্বজন হারিয়ে একটি বদ্বীপ এর স্বপ্ন আঁকা
মানবতার মানবিক উন্নয়ন কবি-র বাক স্বাধীনতা যুদ্ধ কথা কবিতায় লেখা।

বঙ্গবন্ধুর বর্জ কন্ঠ স্বর গোত্র ভুলে মানুষের মুক্তির স্লোগান
শিশু কিশোর যুবক বৃদ্ধ নারী পুরুষ অস্ত্র হাতে একত্রে গেয়েছিল মুক্তির বিপ্লবী গান
বুক কাঁপে না তোমার?শহীদের রক্তের উপর হেঁটে বেড়াও
রাখতে চাও না কেন এদেশের মান?

তবে আজও কেন স্বাধীন দেশে রক্ত ঝরে ধর্ষিতা হয় নারী?
কেমনে অফিসের পিয়ন টাও বসুন্ধরা,উত্তরা,গুলশানে তৈরি করে অট্রালিকা বাড়ি?
জনগণ হয়েছে প্রজা নেতা বোকা বনে রাজা আমলা প্রশাসনের দেখ জমিদারি।

সুবর্ণ জয়ন্তী বিজয়ের মাস আজ স্বাধীনতার ৫০ বছর
আজও খুঁজে পাইনি অজস্র মা বাবা ভাই বোনের জীবন্ত কবর
আজও হয়নি নেওয়া সহস্র মুক্তিযোদ্ধা পরিবারের বর্তমান কালের খবর।

আজ ১৬ ই ডিসেম্বর সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার ৫০ বছর
কর্মীর চেয়ে নেতা বেশি বাঙালি হতে চায় বিদেশি চারিদিকে দেখি দুর্নীতির নহর
তবে বল,কে দিবে জবাব?৫০ বছরেও কেন পাড়া মহল্লা গ্রাম হলো না শহর?

বিনম্র ভক্তি শ্রদ্ধা সালাম জানাই সকল শহীদ গাজী ও যুদ্ধে অংশ নেওয়া সকল মানুষকে
এখনো কলম হাতে স্বাধীনতার সম বন্টনে যুদ্ধ করছি ভুলে যেওনা কেউ আমাকে
পৃথিবী যতদিন রবে অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে বাঙালী জাতি ভুলবে না কোনদিন বীর সন্তানদের কে।

জহুরুল নগর, বগুড়া সদর

Powered by themekiller.com