Breaking News
Home / Breaking News / কবি মুহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এর কবিতা “বুদ্ধিজীবী হত্যা দিবস”

কবি মুহাম্মদ মনিরুজ্জামান তালুকদার এর কবিতা “বুদ্ধিজীবী হত্যা দিবস”

দৈনিক কবিতা প্রতিযোগিতা
বুদ্ধিজীবী হত্যা দিবস
মুহাম্মদ মনিরুজ্জামান তালুকদার
তারিখঃ ১৪.১২.২০২১
===========================

অশুভ আঁচ করেতে পেরেছিল পাক সেনারা
অতি দ্রুত পরাজয় আমাদের সুনিশ্চিত,
করতে হবে বাঙ্গালী জাতিকে মেধা শূন্য
বুদ্ধিজীবী হত্যাতে ছাড় দেয়া যাবে কিঞ্চিত।
শিক্ষক, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক
বুদ্ধিজীবী হত্যা করতে হবে তালিকা ধরে ধরে,
নীলনকশায় বুদ্ধিজীবী হত্যা করলো ওরা
বিজয়ের ঊষা লগ্ন ১৪ ডিসেম্বর উনিশ ৭১রে।
সন্তান হারাল তার প্রিয় বাবা মাকে চিরতরে
বিধবা করলো ওরা বাংলার কত মা জননীকে,
বুদ্ধিজীবী হত্যা করলো ওরা ১৪ ডিসেম্বর ‘৭১রে
ফেলে দিলো ঢাকার রায়ের বাজার বধভুমিতে।
তাদের আত্ম ত্যাগে আমার সোনার বাংলা
আজি বিশ্ব মানচিত্রে গর্বে নিয়েছে ঠাই,
মুক্তাকাসে উড়ে লাল সবুজের ঐ পতাকা
তাতে যেন তোমাদের পদ ধ্বনি শুনতে পাই।
তোমরা বাংলা বাঙ্গালীর আলোক পথিকৃত
চিরদিন বাংলায় রবে তোমরা অক্ষয় অম্লান,
আজ বুদ্ধিজীবী দিবস দুই হাজার সতেরতে
তোমাদের জানাই হাজার হাজার সালাম।।
-০-

Powered by themekiller.com