Breaking News
Home / Breaking News / কবি লিলি ইসলাম এর কবিতা ” নীহারিকা “

কবি লিলি ইসলাম এর কবিতা ” নীহারিকা “

নীহারিকা

ঐ দূর নীলিমার বুকে নীল
নকশার কারুকাজে সজ্জিত-
যেন, এক অহংকারী প্রতিচ্ছবি।
প্রজাপতির আলিঙ্গনে মাতোয়ারা,
উৎসুক শকুনিরা!
এ যেন বেহেস্তী তরুণ।
কখনো সাধু কখনো নাবিক;
আবার শরাবের পেয়ালা হাতে!
কখনো প্রেমিক বেশে বিলাতে
থাকে বেহেস্তী সুরা।
সুদূর নীহারিকা প্রাণ-প্রাচূর্যে ভরা-
অপূর্ব কৃষ্ণচূড়ায় রাঙিয়ে মন!
গনগনে রোদ্দুরে রাঙিয়ে অলস
দুপুর!
তবুও শীতল বাতাসে বইছে হৃদয়।
উতলা হাওয়ায় চঞ্চলা মন,
একটুখানি অনুরাগের ছোঁয়া পেতে,
প্রেয়সীর দ্বারে দু হাত লুটিয়ে ভিক্ষা মাগে।

প্রভু দয়াময়ী,শান্ত করো বিচলিত মন!
ঘণ গাঢ় মেঘের আড়ালে চুপিসারে বাজে তানপুরা-
সন্ধ্যা মালতী তরে।
দীপ জ্বালিয়ে রাঙা প্রভাতে দু’চোখে তাঁর স্বপ্ন বুনে যুবতী! প্রভু,ষোড়শীর চঞ্চলা মন কে করো শান্ত!!

__ লিলি ইসলাম __
১৩.১২.২১

Powered by themekiller.com