Breaking News
Home / Breaking News / কবি রত্না চৌধুরী এর কবিতা ” রত্না চৌধুরী”

কবি রত্না চৌধুরী এর কবিতা ” রত্না চৌধুরী”

চব্বিশ বছর পর
কলমে- রত্না চৌধুরী
১২/১২/২০২১

শেষ সাক্ষাতে
একদিন নন্দিনী বলেছিল-
ঠিক চব্বিশ বছর পর মিলিয়ে নিও
আমাদের অবস্থান!
আজ সময় এসেছে তুলনা করার।

তোমার আছে রাজপ্রাসাদ,
আমার আছে সুখ( কুঁড়েঘর)।
তোমার আছে বিলাসবহুল গাড়ি,
আমার আছে বুকভরা ভালোবাসা।
তোমার আছে নারী,
আমার আছে বন্ধু।

তোমার মতে তুমি ঠিক,
আমার মতে আমি।

বেলাশেষে,
তুমি রুক্ষ, অসাড়,রিক্ত!
আমি চিত্তবান,সিদ্ধ, পূর্ণ।
মৌন রাতের অস্থির বেদনা
তোমাকে কুঁকড়ে মারে!
আর আমি?
রঙিন ঘুমের শেষে সূর্য দেখি!
নিত্য ভোরে জমিনের আল বেঁয়ে হাঁটি,
আর আলের শিশিরে পা ভেজাই।

অনুক্ষণ বিত্তের পেছনে তোমার বাস!
সেই সময় রোদ ছায়ায় আমি মৃদু অনুভূতি নিই।
খাঁ খাঁ নিঃশব্দ তোমাকে কাঁদিয়ে মারে!
আর আমি?
ভালোইতো আছি!
চাওয়া নেই, পাওয়া সীমিত!
তাতেই উল্লাসে উল্লাসে জীবন পার।

নির্ঘুম রজনী কাটে তোমার
আমি শক্ত বিছানায় নিশ্চিন্তে কাটাই নিশি।

অথচ এমন হওয়ার কথা ছিল না।
তুমি চাইতে রাজকন্যাসহ রাজত্ব!
আমি চাইতাম নুনে ভাতে
ভালোবাসার পূর্ণতার হাসি হাসতে।
আমার চাওয়ার নেই
তাই আমার সাঙ্গ হয়েছে।
তোমার চাওয়ার আছে
তাই তুমি কর শুরু।
এই তো জীবনের রঙ।

Powered by themekiller.com