Breaking News
Home / Breaking News / কবি প্রশান্ত কুমার শীল এর কবিতা ” ভাগ্যচক্র “

কবি প্রশান্ত কুমার শীল এর কবিতা ” ভাগ্যচক্র “

# বিভাগ=কবিতা
# শিরোনাম=ভাগ্যচক্র
# কলমে=প্রশান্ত কুমার শীল
# তারিখ=১১/১২/২০২১
******************************
******************************
রবিকে বলে হারু কাকা সেদিন বাজারে,
একটা টিকিট নে রবি হয়ে যাবি রাজা রে।

কি যে তুমি বলো কাকা, মাঠে ঘাটে খাটি,
আমি কি কোনদিন লটারির টিকিট কাটি?

তাইতো বলি একটা টিকিট আজকে তুই কাট,
ফার্স্ট প্রাইজ লাগলে আর যেতে হবে না মাঠ।

লটারির একটা টিকিট জোর করে দিলো,
ইচ্ছা না থাকলেও রবি অনিচ্ছাতেই নিলো।

টিকিটের দাম পাঁচ টাকা নিলো হারু কাকা,
দিনমজুর রবির পকেট হয়ে গেল ফাঁকা।

টিকিট নিয়ে রবি সোজা বাড়ি চলে এলো,
পাঁচ টাকা চলে যাওয়ায় একটু দুঃখ পেলো।

ভাগ্যচক্রের এমন খেলা পরের দিন এলো,
পঁচিশ লক্ষ টাকা রবি ফার্স্ট প্রাইজ পেলো।
******************************
******************************

Powered by themekiller.com