Breaking News
Home / Breaking News / কবি নমোনিতা/নমিতা এর কবিতা “ছিনতাই”

কবি নমোনিতা/নমিতা এর কবিতা “ছিনতাই”

#ছিনতাই
বুকের ভিতরে আমার নিজেরই একটি হৃদয় ছিল ,
কিন্তু হারিয়ে গেছে সেটা কোনো এক অসতর্ক মুহূর্তে ৷
সত্যিই এ মনটাকে আগলে রাখা–
একটু কঠিন বেপারই বটে ৷
তাই তো হৃদয়টা আমার ছিনতাই হয়;
কোনো একদিন আমারই অসাবধানতা বসত ৷

চোরকে হয়তো ঠেকানো সম্ভব পাহাড়া দিয়ে ,
কিন্তু ছিনতাই কারীকে কিছুতেই পারিনি ঠেকাতে ৷
একদা অপ্রত্যাশিত ঘটে তার আগমন ,
হৃদয়টা ছিনিয়ে নিয়েই করে আবার পালায়ন ৷
বহু চেষ্টাতেও হৃদয়টা আর খুঁজে পাইনি ,
অন্য কারো মনের দ্বারে আমিও কখনো যাইনি ৷
অনেকেই হৃদয় চেয়ে আবেদন পাঠায় আমার কাছে,
কি করে বুঝাই ওদের —
অনেক আগেই সেটা হারিয়ে গেছে ৷

শুনেছি মানুষ না কি মোহে অন্ধ হয়ে–
হৃদয়ের আঙিনায় প্রবেশ করার সুযোগ করে দেয়
একাধিক জনকে একাধিক বার,
কিন্তু আমার জীবনে নেই যে একটিও আর
অন্য কারো প্রবেশের- বিকল্প কোনো দ্বার !

কাউকে কিছু দান করতে চাইলে
একান্ত ভাবেই নিজের সেটা থাকতে হয়,
নিজের যা ছিল আমার সেটা আর
নেই আমার আয়ত্বে এখন ৷
নিঃস্ব রিক্ত নিজেই যে
কি করে করবে দান সে আবার অন্য কাউকে !?
#নমোনিতা/নমিতা

Powered by themekiller.com