Breaking News
Home / Breaking News / কবি দিলরুবা হাসান এর কবিতা “সূর্য্যোস্তের পালা”

কবি দিলরুবা হাসান এর কবিতা “সূর্য্যোস্তের পালা”

সূর্য্যোস্তের পালা।
১০-১২-২০২১
দিলরুবা।
সূর্য্যের রক্তিম লাল আভা
হৃদয় ক্ষরণের পালা।
কখন যে সকাল গড়িয়ে
সন্ধ্যা নামে বেলা।
পাহাড়ের গায়ে বিরহের ব্যাথা
খুদায় করে লেখা।
জন্মেছো তুমি মরবে নিশ্চয়
পালাতে নাহি পারো।
মিথ্যা অভিনয়ে মরিচিকায় ভেসেছে
সাগরের জলোৎচ্ছ্বাসের খেলা।
গতিময় বিধির রহস্যময় জ্বালা
বয়সের ভারে চিন্তিত।
ভাবছে সুখের মন সাঙ
হলো খেলা করা ।
জীবন্ত লাশের বেপরোয়া মেলা
কখন ডুবে যাবে।
চুড়ান্ত জীবনের পরপারের অপরূপ
ঘুমন্ত নিরলস খেলা।
কখন ডুবে জীবনের রক্তিম,
পলাশের হৃদয় ক্ষরণের
অপেক্ষার স্রোতের ভাসমান ভেলা
সাঙ হলো খেলা।
সূর্য্যে ডুবির রক্তিম প্রতিবিম্বে,
ছায়ায় থাকিয়ে থাকা।
পলকহীন দৃষ্টিতে চেয়ে চেয়ে,
আক্ষেপে হৃদয় কাঁপে।
শূন্যতার বালু চরে তরি
ডুবার কল্প কথা।
বৃদ্ধ তাঁর জীবন সায়াহ্নে,
ভাবছে মেঘের খেলা।
বেলা যে পরে এলো
থেমে যাবে মেলা।

Powered by themekiller.com