Breaking News
Home / Breaking News / কবি রুপাই এর কবিতা ” -মসনদ “

কবি রুপাই এর কবিতা ” -মসনদ “

ঘুম ঘুম চোখে এখন অনেকটা সময় জেগে থাকতে পারি।
পারি একটা রাজ্য সাজাতে, মসনদ থেকে শুরু করে মাঠ, ফসল, খাজনা, আরো কতো কি!
দমন করতে শিখে গেছি সেও অনেক দিন হলো।
এখন সহসাই হাতে উলঙ্গ তরবারি উঠে,
তারপর সব কিছুকে কচু কাটা কাটি।

মৃতকে মেরে পুতে দিই, তারপর অট্টহাসিতে ফেটে পড়ি একাই।
খুন মাখা হাতেই করি আহার, নিদ্রা।
কালের কলঙ্ককে বর ভেবে রাজটিকা করে মাথায় রাখি।
কারও তোয়াক্কা করি না, বা করার সময়ও আমার নেই।

মন চাইলেই মেঘ, বৃষ্টি,
বৃষ্টি ভেজা নরম আকাশ।
প্রজাপতি, ঘাস ফড়িং কিংবা জোনাক পোকা ডানা মেলে।
এখানে রোজ বসন্তের কেতন উড়ায় বর্ষা আর শীতের খুটিতে।

কখন চোখের পাতার মিলন হয়ে যায় টের পাই না। যখন টের পাই তখন সোনালী উষা জেগে উঠে পূর্ব দিগন্তে।
রোজকার নিয়মে বসন্ত বিদায় সঙ্গীত বাজে দুয়ারে,
দমকা হাওয়া আসে, নাড়িয়ে দেয় খুটি, ছিড়ে যায় সুতোর বাঁধন।
ইচ্ছে নামক পাখি উড়ে যায় দূর গগনে, আমি পড়ে থাকি আস্তাকুঁড়ে দাড় বক কিংবা সাদা কাক হয়ে জরাজীর্ণ এই ধরণীতলে।

[ ন-মসনদ – রুপাই – ৫ই ডিসেম্বর ২০২১ ইং ]

Powered by themekiller.com