Breaking News
Home / Breaking News / কবি সুফিয়া খাতুন এর কবিতা ” অভিমানী কেন বোঝে না “

কবি সুফিয়া খাতুন এর কবিতা ” অভিমানী কেন বোঝে না “

অভিমানী কেন বোঝে না
_______ সুফিয়া খাতুন
১০. ১২. ২০২১

প্রিয়রা কতো প্রিয় হয়-?
তার ছোঁয়া পেতে মানুষ
সকালে দুপুরে বিকালে বা রাতে
যেখানেই হোক হাটে মাঠে ঘাটে
উচাটনে মন শুধু অস্হির থাকে।
কলে বলে ছলে মন যে শুধু তাকেই রয় ছোঁয়ে,
যে অসীমে তাকেই মনে চায় প্রাণেপনে
সে যতই থাকুক অন্য খানে।
একটি বাক্যেও লেখা যায় মনের কথা
কিন্তু মন মানে না প্রিয়রা বোঝে না,
কোথায় কাকে আছে তাকে রাখা।
তাই শতেক রূপে শতেক ধাপে
শতেক বর্ণে শতেক শব্দে
শতেক কলা কৌশলে পৌঁছে এ মন,
তবু অভিমানী হৃদয়ের প্রিয়
মানুষটি বুঝুক
কে কেমন!
পৃথিবীর কারো কাছে পড়ে না তো
তার হাতের কোন ছাপ,
শুধু তার প্রিয় মানুষটির খাতায় লিখা হয়
রাশি রাশি কালির অজস্র দাগ।

Powered by themekiller.com