Breaking News
Home / Breaking News / কবি সৈয়দ মোহাম্মদ ইসমাঈল এর কবিতা “মৃত্যুর স্মরণে”

কবি সৈয়দ মোহাম্মদ ইসমাঈল এর কবিতা “মৃত্যুর স্মরণে”

শিরোনাম – মৃত্যুর স্মরণে।
কলমে – সৈয়দ মোহাম্মদ ইসমাঈল।
তারিখ – ১০/১২/২১

আমরা হাসি ও মজাই মশগুল হয়ে,
কখনো কখনো ভাবিনা মৃত্যুর কথা।
যদিও মৃত্যু আমাদের নিশ্চিত হবেই,
সে-নিয়ে নেইকো মনে কোনো ব্যথা।

দেখেছি হাসি খুশিতে রয়েছে সকালে,
দুপুরে মৃত্যু ঘটে হয়েছে শরীর নিথর।
তখনই মৃত্যুই হয়েছে তার আপনজন,
নিজ আপনজন সবাই হয়ে গেছে পর।

আমরা মৃত্যু নিয়েই যদি ভাবি সর্বদাই,
তবে জীবনে আসবেনা কভু অহংকার।
পৃথিবীতে অহংকারী কভু হয় না সুখী,
সেটা সাক্ষী ইতিহাসে রয়েছে বারংবার।

মৃত্যু মানুষের জন্য একটা বৃহৎ শিক্ষা,
যা-দেখেশুনে মনে নিয়ে আসে সংস্কার।
মৃত্যুর ভয়ে যারা নিজেকে সংযমী হয়,
জীবনে সুখ নেমে আসে এটাই পুরষ্কার।

কতো বীর পালোয়ান পৃথিবী ছেড়েছে,
তারাও মৃত্যুর কাছেই হয়েছে জেরবার।
আমরাও একদিন পৃথিবী ছেড়ে দেবো,
যেন সেই কথাটাই মনে করি বারংবার।

Powered by themekiller.com