Breaking News
Home / Breaking News / কবি আরাফাত ইসলাম সয়ন এর কবিতা ” বিজয়”

কবি আরাফাত ইসলাম সয়ন এর কবিতা ” বিজয়”

বিজয়
আরাফাত ইসলাম সয়ন
তারিখঃ০৭.১২.২০২১ইং

রক্তগুলো আজও কাঁদে উদগীরণে ফুলে ফেপে,
দুর আকাশে ধোয়া বয় আর্তনাদ চিৎকার চেপে।
এত কান্না এত বেদনা এত ইতিহাস পেছনে ফেলে,
এসেছি বাঙালি বিজয়ের রক্ত মাখা নিশানি দলে।

এ বিজয় এমনি আসেনি হে সময়ের ব্যাবধানে,
এ বিজয় কেরেছে শত প্রান অহরহ অভিজানে।
এ বিজয় ৩০লক্ষ শহীদের তাজা প্রাণে আঁকা,
এ বিজয় হাজার বোনের কান্নার পর যায় দেখা।

রক্ত রাঙা লাল পতাকা গর্বে আঁকা পদচিহ্ন,
বীরের ন্যায় এসেছো বিজয় হও নি কভু ভিন্ন।

কাঁন্না গুলো মাঠ পেরিয়ে ছুঁযেছে দিগন্ত,
তারপরও ঐ রক্তিমা স্বপ্নের হয় নি অন্তঃ।

বেদনার ঐ প্রাচির পাশেই লেখা হাজার কবিতা,
পুত্রের লাস হাতে নিয়ে কবরে গিয়েছে শত পিতা।
বিজয় জানো, তোমায় বাংলার ভুখন্ডে আনতে,
তোমার জন্য কত যুবক মৃত্যু নিয়েছে বুক পেতে।

গরীব চাষা বলেনি কখনো চাই নি এমন বীজয়,
রক্ত দিয়েছে সেও এনেছে তোমায় এই বাংলায়।

তোমার মুখ খানি দেখবে বলে কবির কলম,
লিখেছিলো প্রতিবাদি শব্দ পাই নি ভয় বোম।

বিজয় তুমি তরুন কবির স্বপ্নে দেখা ছিলে এক কবিতা,
বিজয় তুমি দেখোনি ওগো তোমার নামটি শোনার জন্য ছিল কত শ্রোতা।
৯ মাসের ঐ রক্তশ্রোতের পরে দিয়েছিলে দেখা হায়,
ওগো তরুন কবির স্বপ্নে দেখা রক্তিমা বিজয়।

রচনাকালঃ০৩.১২.২০২১ইং

Powered by themekiller.com