Breaking News
Home / Breaking News / কবি এম. আর হারুন এর কবিতা “মরেছিতো”

কবি এম. আর হারুন এর কবিতা “মরেছিতো”

কবিতাঃ ” মরেছিতো”
কলমেঃ এম. আর হারুন
০৮/১২/২০২১
—————————————
জীবনের খাতার পাতায় উইপোকার বসবাস
অবিরাম খেলা করে নিরালায়
নাও ভাসিয়ে দেই অজানায়,
হৃদয়ের অভ্যান্তরে ভালোবাসার শূন্যতা
পীড়া দেয় বহুকাল যখন তখন
ভাঙ্গা নৌকা ডুবে পৌছেনি সীমানায়।

কালের বির্বতনে আমার কপাল পুড়ে
কিছু মানুষের মুখরোচক কথায়
কিছু মানুষের স্বার্থপরতায়,
গাধার পায়ে ফুল ছিটিয়ে প্রেমময়
কলুষিত হয় পড়ন্ত রোদ্র ছায়া
ভুলবশতঃ প্রেমহীন তাঁড়নায়।

প্রশ্নেরা উঁকিঝুঁকি দেয় ঘুমের ঘোরে
ভালোবাসা আমার তোমাকে নিয়ে
হারিয়ে যাবো নীল গগনে,
চলোনা গভীর জঙ্গলের নীরব রাত্রীতে
মোরা এক হয়ে যাই দুটি মনের মিলনে।

তোমাকে ভালোবাসিতো, একজনম নয়
যতদিন বেঁচে থাকি ধরনীর বুকে
জোনাক পোকার মতো আলো জেলে,
বোকার মতো বলবো না তোমার
ভালোবাসার জন্য মরতে পারি
বলবো খুব ভালোবাসি তুমি থাকলে।

মরবো দুজনে মিথ্যার অবসানে
তোমাকে দিবোনা প্রতিশ্রুতি কিংবা আশা
যদি আমি মরি তুমি খুশি হইও,
তোমাকে ছেঁড়ে থাকা বড় দায়
মনের ভেতরে এমই প্রতিজ্ঞার দাপট
শেষ বেলায় তোমার বুকে নিও।

Powered by themekiller.com