Breaking News
Home / Breaking News / কবি সালমা ডলির কবিতা “বিজয়ের কথা বলি”

কবি সালমা ডলির কবিতা “বিজয়ের কথা বলি”

কবিতাঃ বিজয়ের কথা বলি
কবিঃ সালমা ডলি
০৮.১২.২০২১

পাঁচ দশক আগে এসেছিলে তুমি
বাংলার সবুজ শ্যামলীমায়,
তোমায় নিয়ে কত স্বপ্ন
জাগিয়ে রাখি চেতনায়।

তোমায় আনতে দিয়েছে পাড়ি
কত বন্ধুর অগ্নিপথ,
সেদিন বীরেরা নিয়েছিল সদলে
দৃঢ় প্রতিজ্ঞাও সপথ।

স্বাধীনতা রক্ষায় মেহেরপুরে
নেতারা হয়েছিল ঐক্যবদ্ধ,
ছিনিয়ে আনতে বিজয় দেশজুড়ে
করতে হবে মুক্তিযুদ্ধ।

কেউ জানুক,না জানুক ৭ মার্চ
শেখ মুজিবের শিহরণ,
রেসকোর্স ময়দানে দশলক্ষ লোক
করে ছিল দৃঢ়পণ।

মুক্তিকামী জনতা পাকিদের বিরুদ্ধে
অস্ত্রহাতে দাঁড়িয়েছিল রুখে,
রাজাকার,হানাদার করেছিল বধ
জীবন বাজি রেখে।

বিজয় নিয়ে আর কতো কথা
শোনাব আজ তোমায়?
লক্ষ বীর যুদ্ধে নেমেছিল
শার্দুল সাহসিকতায়।

একাত্তরে দু’লক্ষ মা বোন
হয়েছে বীরনারী,বিরাঙ্গনা
ত্রিশলক্ষ শহীদের রক্তের কথা
কারো নেই অজানা।

পদ্মা মেঘনা শীতলক্ষ্যা বুড়িগঙ্গায়
ভেসেছিল লাশ বেশুমার,
এরাই ছিল সূর্য সন্তান
স্বজন তোমার আমার।

জীবন দিয়ে রাখব মান
লাল সবুজ পতাকার,
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
বাংলার ক্ষুদ্র সীমানার।

একাত্তরের দিনগুলিতে হিন্দু মুসলিমে
ছিলনা কোনো ভিন্নতা,
অবাক চোখে দেখেছে বিশ্ব
মুক্তিযোদ্ধাদের একতা।

ভুলিনি তোমাদের ভুলবেনা কেউ
যতই আসুক কষ্টেরদিন,
প্রজন্ম বয়ে বেড়াবে জীবনভর
শহীদের রক্তের ঋণ।

৫০ বছর পরেও কি হয়েছে
প্রকৃত বিজয় অর্জন?
তবে কি আসল বিজয় আনতে
যুদ্ধ করব আজীবন?

১৬ই ডিসেম্বর নয় নিছক তারিখ
এ বাঙ্গালির অহংকার।
বিজয়কে রাখতে সবে সমুন্নত
চলো করি অঙ্গীকার।

Powered by themekiller.com