Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর “স্ফটিক অবয়ব “

কবি রিটন মোস্তফা রিটন এর “স্ফটিক অবয়ব “

● স্ফটিক অবয়ব ●
– 𝓻𝓲𝓽𝓸𝓷 𝓶𝓸𝓼𝓽𝓸𝓯𝓪

নারীর আমি গভীরে ঢোকার কোন ক্ষমতা রাখি না
তবে স্ফটিক কাঁচের দেওয়াল তৈরী করতে পারি
যদি নারী তুমি সমুখে দাঁড়াও, বলো বড্ড ভালোবাসি।

এক বিকলাঙ্গ ভাঙা কলমে খুঁড়ে চলেছি ডাইরি
একটা নারী,একটি তৈলাক্ত অবয়ব কত গভীরে তুমি?
কত গভীরে গেলে, কতটা শব্দের পলেস্তার খসালে
বেরিয়ে আসে কাঙ্খিত অবয়বের একটি প্রিয়তমা?

জীবনানন্দ কটা ডাইরী খুঁড়ে পেয়েছিল বনলতা সেন?
রবীন্দ্রনাথ কোন শব্দের পলেস্তারে দেখেছিল হৈমন্তী?
কত শহস্র কবিতার জন্ম দিলে দেখা যাবে হিন্দোলা?

এই মুহূর্তে, সময়ের এই শেষ পথের মাইল স্টোনে ক্লান্ত আমি
একটি নারী চাই, হেলান দিয়ে তার বুকে দেখবো খোলা আকাশ,
বহুদিন বহু শব্দে, বহু প্রবন্ধ কবিতায় খুঁজেছি যাকে, সেই নির্ভরতার নারী!
স্ফটিক কাঁচের দেওয়ালের ওপারে দাঁড়ানো সব দেখা একটি অবয়ব।

Powered by themekiller.com