Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর’র কবিতা “হায়রে জীবন”

কবি সারমিন জাহান মিতুর’র কবিতা “হায়রে জীবন”

হায়রে জীবন

সারমিন জাহান মিতু
৮-১২-২০২১

মৃত্যুর প্রবেশ দ্বারে দাঁড়িয়ে আছে জীবন- কড়া নাড়ছে ভেতর থেকে কেউ,

বালিহাঁসের মতো ভাসছে সে- কূলকিনারার স্রোতে।

জীবন ইতিহাসের পাতায় ক’জন বলো কূলকিনারা খুঁজে পায়- আলতা রাঙা ঠোঁটে তবু মেকি হাসির পসরা সেজে রয়,

সম্পর্কে টান পরে অর্থের দাম্ভিক সত্তায়।

হায়রে জীবন কত আজব খেলার পুতুল তুমি – মানুষ হবার হিসেব কষো রোজ,

আসলে মানুষ কাকে বলে – কার ভেতর মানুষের বসবাস – কে জানে তা।

দ্বীনতার অভিশপ্ত জীবন যাদের – ওরা কি স্বপ্ন আঁকে বেঁচে থাকার জন্য কোন,

ওদের স্বপ্ন দেখার ইচ্ছে গুলো কেউ ভাবে কি কোনকালেই।

যে পাখিটির সুর নেই কন্ঠে – ওর জন্য একটা স্বরলিপি লিখতে পারে কি কেউ,

প্রকৃতির করুণ কাহিনীতে ওর কথা ভাবে না- ভাবনা হয়না কারো।

এই যে বেঁচে আছি খুড়িয়ে চলা পায়ে – কেউ দেখে না কতটা কষ্টের পথ পাড়ি দিয়ে হাঁটতে হয়,

পথের শেষ অদৃশ্য কোন জগৎ টেনে নিয়ে যায় দূর থেকে বহুদূর।

তবুও বাঁচতে চায় মন- রামধনুর পথ পেরিয়ে একটা হাতের স্পর্শে আর একটা হাতের উষ্ণ পরশে,

স্বপ্ন আঁকে মন ভালোবেসে নিঃশব্দে।

Powered by themekiller.com