Breaking News
Home / Breaking News / কবি গৌতম দাস এর কবিতা ” অধিকার কাড়ো”

কবি গৌতম দাস এর কবিতা ” অধিকার কাড়ো”

অধিকার কাড়ো ।
গৌতম দাস ।
_________________০৭,১২,২০২১

এইবার মাথাটা তো তোলো ,,,
আর কতোদিন থাকবে এই ভাবে ?
নতজানু হয়ে ভিক্ষা চেয়ে চেয়ে
কোনোদিন কি গো অধিকার তুমি পাবে ?

ভয়ে ভয়ে থাকো শিরদাঁড়া গেছে বেঁকে
শিরা উপশিরা হিম রক্তের স্রোতে
বইছে কেবল ইতিহাস জানে সেটা ।
বঞ্চিত তুমি বহু যুগ,,, যুগ হতে ।

ঝরিয়েছ ঘাম মূল্য পাওনি তার ,
মাথানিচু করে সহ্য করেছ হার ।
ছেড়েছ তোমার বাঁচবার অধিকার
চুপ থেকে গেছ , শিকার বঞ্চনার ।

চাবুকের ঘায়ে পিঠেতে জমেছে ক্ষত !
দলবেঁধে চলো মাথানিচু ক্রীতদাস
প্রতিকারহীন স্বপ্ন মরেছে যতো
ক্ষোভ বুকে নিয়ে ফেলেছ দীর্ঘশ্বাস !

আজও সভ্যতা একই নিয়মে চলে
মাথানত তুমি আছ ক্রীতদাস দলে ,
সহ্যের সীমা লঙ্ঘিত , তুমি চুপ !
ভগ্ন হৃদয় অসহায় ! আর শৃঙ্খলিত রূপ ।

বঞ্চিত তুমি মাথা নিচু করে আছ
দীর্ঘশ্বাস নিয়ে …ক্ষোভ বুকে বাঁচো
ইতিহাস থেকে শিক্ষা নিলে না তাই
আজও শিখলে না বাঁচবার সে লড়াই ,,,

এইবার মাথা তোলো তুমি যদি পারো
মাথানিচু কোরে অধিকার কেনো ছাড়ো ?
অন্যায় সয়ে আরও অন্যায় করো ,
অধিকার কেউ দেবেনা , এবার কাড়ো ।

___________________________________

Powered by themekiller.com