Breaking News
Home / Breaking News / কবি চিত্তরঞ্জন সাঁতরা এর কবিতা “মানুষের মন”

কবি চিত্তরঞ্জন সাঁতরা এর কবিতা “মানুষের মন”

গদ্য কবিতা
মানুষের মন
চিত্তরঞ্জন সাঁতরা
তাং ০৭/১২/২০২১

মানুষের অন্দরমহল বোঝা দায়–
যেন এক নিখুঁত অভিনয় মঞ্চ/
হাসিয়ে কাঁদিয়ে দুঃখে বাজিমাত/
তাতেই মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়ে
বিশ্বাস নিয়ে বাড়ি ফেরে/
সত্যি মিথ্যা কথাগুলো তো সম্মান
অসম্মানে জড়িয়ে থাকে/
সম্মান হারাতে কেউ চায় না—-
তাই মিথ্যা কথাগুলোয় অসম্মান হবে
জেনে সুন্দর অভিনয়ের কারসাজিতে
সত্যি কথাতে ফুটিয়ে তোলে/
কিন্তু সত্যি কথাগুলো সত্যি হয়ে থাকে
স্বীকারোক্তিতে—আত্মসমর্পনে/
মিথ্যা কথাগুলো কিন্তু অসামঞ্জস্যে
ফুটে ওঠে চোখে মুখে/
বোঝা গেলেও তবুও নিরুপায়ে মানুষকে
মেনে নিতে হয়/
মানুষের অন্দরমহল এক বিচিত্র অদৃশ্য
সংরক্ষনাগার—আড়ালে আবডালে
সাজিয়ে রাখে মনের চরিত্র চেহারা
একান্ত নিভৃতে/
অদৃশ্য তাই সাজানো কথায় মানুষ
ভ্যাবাচ্যাকা খেয়ে যায়/
কিন্তু অন্যায় স্বীকার করা মানুষগুলোর
সম্মান তো নষ্ট হয় না বরং সম্মান আরো
বেড়ে যায়—-সেই সব মানুষ হয়ত হাতে
গুনে পাওয়া যায়/
আজব মানুষের মন —আজব বিচিত্র
মানুষ—সততা ও অনুভূতির বড় অভাব !!!!

Powered by themekiller.com