Breaking News
Home / Breaking News / কবি মোহাম্মদ ইলইয়াছ এর কবিতা “মহাবিদ্রোহের প্রথম শহীদ”

কবি মোহাম্মদ ইলইয়াছ এর কবিতা “মহাবিদ্রোহের প্রথম শহীদ”

শিরোনাম-।। মহাবিদ্রোহের প্রথম শহীদ।।
———————মোহাম্মদ ইলইয়াছ
তারিখ-০৭/১২/২০২১

তাঁর বুকে ছিলো পুঞ্জীভূত অসন্তোষের ভীষণ জ্বালা
তাঁর চোখে ছিলো স্বাধীনতার তীব্র আকাঙ্খা
তিনি ছিলেন মহাবিদ্রোহের অকুতোভয় মুক্তির সৈনিক
লম্বা মানুষটি ব্যারাকপুর কাঁপিয়ে ছিলেন দেড়শ বছর আগে।

লে.বাগ, বি. হিয়ার্স তাঁর উদ্যত সঙিনে কপোকাত
আগুন জ্বলেছিলো প্যারেড় ময়দানের মাটিতে
লোকটি চেয়েছিলো উপমহাদেশের অধীনতা ভাঙতে
টোটা নয়, ফিরিঙ্গিরদের বিরুদ্ধে সেই চির বিদ্রোহ।

১৮৫৭ এর ৮ই এপ্রিল ফাঁসি হলো সেই লোকটির
প্যারেড রোডের কাছে, রেললাইনে দাঁড়ানো অশথের ডালে
প্রাচীন সেই গাছটি ও মগডালের পাখিরা কেঁদেছিলো সেদিন
কেঁদেছিলো মা-মাটির হিন্দু-মুসলিম মহা ঐক্যের গানে।

লোকটি আত্মদানে আজিমুল্লাহ খা,আজিজন, কুমার সিং
ঝাঁন্সির রানি, উজির খাঁ, তাতিয়া টোপি, ওয়ারিস, হজরত মহল
গোরা অফিসার, নানাসাহেব, ঢাকার সেপাই ও বাহাদুর শাহ
বাজালেন শত বছরের শৃঙ্খল মুক্তির বিদ্রোহী ঘন্টা।

মহামুক্তির মহাবিদ্রোহের সেই প্রথম শহীদ সন্তান মঙ্গল পাণ্ডে
একাত্তরেও আমরা তোমাকে স্বরণে রেখে পাকি তাড়িয়েছি।

Powered by themekiller.com