Breaking News
Home / Breaking News / কবি মুহাম্মদ নুরুল কবির করিমী এর কবিতা ” মুক্তির মোহনায় এসো “

কবি মুহাম্মদ নুরুল কবির করিমী এর কবিতা ” মুক্তির মোহনায় এসো “

কবিতাঃ মুক্তির মোহনায় এসো
“”””””””””””””””””””’
কবিঃ মুহাম্মদ নুরুল কবির করিমী ।

এসো হে- উদ্দীপ্ত যুবক !
ক্ষণিক মিলিত হই ,
নিঃসীম মুক্তির মোহনায় ,
লাল সবুজের বাঁকে বাঁকে ,
স্মৃতির প্রিয় আঙ্গিনায় ।

স্বাধীনতার সবুজ মাঠে ,
ছাব্বিশের উদ্বেল তরঙ্গমালায় ,
অগ্নিঝরা উত্তাল ঢেউয়ের দোলায় চড়ে ,
একুশের প্রদীপ্ত দুপুর পেরিয়ে ষোল ডিসেম্বর
অর্ধশতকের মিলনমেলায় ।

প্রভার আলোয় হবো আলোকিত ,
টাটা ফাঁটা রোদ্দুরে ,
মধ্যাহ্নে ঘুঘুর কাকলী গুঞ্জরিত ,
দিবাবসান ক্ষণে গোধূলি লগণে স্নিগ্ধতার অনুভবে ,

নিশীত চন্দ্রিমার শুভ্র অবয়বে , পূর্ণিমায় সামান্য অবগাহনে তারকার শেষ অবধি পর্যন্ত প্রহরায় থেকে
করিব মোরা অসুর পরাভূত ,
মম ! স্বরগ-সুন্দর রচিব সতত ।

মার্চের উত্তাল তরঙ্গ আর
দূর্ণিবার কিছু উচ্ছ্বাস পেরিয়ে , তিরিশ লক্ষ শহীদের রক্তের
উর্বর বাংলায় বিজয়ের প্রান্ত ছুঁয়ে ,

পঞ্চাশপূর্তির সুবর্ণ জয়ন্তিতে ,
বিজয়ের সোনালী প্রান্তরে মিলিত হবো বিজয়ের পতাকা উঁচিয়ে
এসোঃ হে- যুবক , হৃদয়ের বর্ণিল মোহনায় ,
মাতৃভূমি বাংলার সুবর্ণ জয়ন্তির বিজয় মিছিলে এসো ।

Powered by themekiller.com