Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা “বিধবা বধূয়া”

কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা “বিধবা বধূয়া”

” বিধবা বধূয়া”
– রিটন মোস্তফা

কি হতো যদি বিরহ পাহাড়ের আড়ালে
অসহায় উদ্বিগ্ন সূর্যের আলোকে অনুমতি দিতে!
কমল আলোয় আলোকিত হতে দিতে
তোমার বুকের প্রোকষ্ঠে পোষা অন্ধকারকে?

কি হতো যদি বাঁধটা ভেঙে বইতে দিতে
যে আবেগের নদী উথালা হয়ে আছে বহুদিন
তোমার শুষ্ক বুকে আছড়ে পড়বে বলে উচ্ছ্বাসে?

না না বলে কেন বার বার পিছনের পথে রাখ পা
এগিয়ে আসা অগ্রণী পথটাকে কেন চিনতে চাওনা
দেখতে চাওনা কেন কোন স্বর্গ রেখেছে পথ শেষে?

কেন ভেজাও বার বার আঁচলের স্যাঁতস্যাঁতে অঞ্চল
বেনারসী ফেলে কেন সাদা কাপড়ে লাগাও কাদা?
কি আছে অতীতে? কি দেয় হারানো সময় তোমাকে?

সামনের দিগন্তে তাকাও, সাহসের সাথে চোখ মেল
দেখ নতুন সূর্য, নতুন প্রত্যাশার আলোটাও হাসছে,
ডাকছে তোমায় উন্মুক্ত খোলা মেলা সবুজের পথে।

দেখ কে দাঁড়িয়ে দু’হাত বাড়িয়ে স্বর্গের ভিসা হাতে
ভুলে যাও যা ছিলো না তোমার, যে থাকেনি তোমার
যে থাকেনি তোমার, স্বপ্ন দেয়নি আগামী অস্তিত্বে।

ধাপ ফেল, সামনের পথটা ধর, সূর্যের দিকে ক্রমশ
যে পথিক, সাথী হবার আহ্বানে হাত পেতে বসে আছে
তাকে সাথে নাও, দেখ দিগন্ত শেষে সে পথিকের দেশে
কি সৌভাগ্য রেখেছে, রেখেছে কি স্বর্গ সাজিয়ে দিতে!
______________________
দ্রঃ সকল বিধবার জন্য উন্মোচিত হোক প্রতিটি সংস্কারের অন্ধকার বন্ধ দুয়ার, আলো আসুক, আলোতে আসতে দিন, বাঁধন খুলে দিন।

Powered by themekiller.com