Breaking News
Home / Breaking News / করোনা শনাক্ত বেড়েছে, ছয়জনের মৃত্যু

করোনা শনাক্ত বেড়েছে, ছয়জনের মৃত্যু

অনলাইন নিউজঃ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৯৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১ জনে। শনিবার ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের ২ জন পুরুষ ও ৪ জন নারী। এ সময় ঢাকায় ৫ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি। এর আগে গতকাল শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে ও ১৭৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

Powered by themekiller.com