Breaking News
Home / Breaking News / কবি মাজহারুল ইসলাম এর কবিতা ” কোন একদিন “

কবি মাজহারুল ইসলাম এর কবিতা ” কোন একদিন “

কোন একদিন
মাজহারুল ইসলাম
০৪/১২/২০২১

কোন একদিন ঝরা পাতার মতো ঝরে যাবো নিঃশব্দে,
ব্যস্ত নগরীর কোলাহল আর ছুটাছুটির অন্তরালে ,
তপ্ত রোদ্দুরকে ভালোবেসে চলে যাবো দূর বহু দূর !
স্মৃতির পাতায় রেখে শুধু স্মৃতিগাথা
মনের গহীনে জমা রেখে শত ব্যথা ।

কোন একদিন নীরবে একাকী পথ ভুলে যাবো
ফেরারী মেঘের কাছে রেখে কিছু রঙিন স্বপ্ন,
আর মুঠো মুঠো অভিমান অতি ভালোবেসে।
স্মৃতির মলিন চাদর ঢেকে যাবে ধূসর আস্তরণে
নতুনের আবাহনে।

কোন একদিন শিরোনামহীন শিরোনাম হয়ে
অকবির ছন্নছাড়া পঙক্তির ন্যায় —
ডুবে যাবো ভাঙ্গা জ্যোৎস্নার নীলাভ অতলে ,
ঝুম বৃষ্টির আঁধার রাতে –
নিকষ কালো নিস্তব্ধতা বিদীর্ণ করে সলাজে ।

কোন একদিন প্রেমের মাতাল হাওয়ায় কামনার ঝড় তুলে, তোমার লোমশ বুকে খুঁজবো ভালোবাসার মন্ত্র
কপালে এঁকে দিব কলঙ্কের তিলক ।
সভ্যতার ইতিহাস ঘেটে বিবর্তনের বৈজ্ঞানিক ধারায়
একে একে এঁকে যাবো আদিম হওয়ার ছায়াচিত্র।

কোন একদিন দীর্ঘ বেলাভূমি হেঁটে হেঁটে পাড়ি দিবো,
গাম্ভীর্যের চাদরে মুড়িয়ে রাখা অব্যক্ত প্রেম
নীল সমুদ্রের সফেদ ফেনায় বিলিয়ে –
ঘুমহীন ভোরের বিষন্নতায় নির্বাসিত জীবনের
কাব্যগাথা লিখে যাবো ।

রামপুরা, ঢাকা ।

Powered by themekiller.com