Breaking News
Home / Breaking News / কবি শ্যামল কুমার মিশ্র এর কবিতা “মহাকাব্যের চরিত্ররা “

কবি শ্যামল কুমার মিশ্র এর কবিতা “মহাকাব্যের চরিত্ররা “

শিরোনাম:মহাকাব্যের চরিত্ররা
কলমে:শ্যামল কুমার মিশ্র
রচনাকাল: ২৭-১১-২০২১
০৪-১১-২০২১

মন্থরা এসে কানে কানে বলে
দেবী কৈকেয়ী! এসো ত্বরা করি
জাগো,জাগাও রাজা দশরথে
জীবনের কোন কিছু মেলে কি সহজে?
রাজা করো ভরতেরে আজি…

মন্থরার কূটিল মন্ত্রে প্রজ্জ্বলিত হলো রাণীর ক্রোধ
দিগ্বিদিক জ্ঞানশূন্য রাণী
ধায় রাজা পানে
‘করিতে হইবে রাজা পুত্র ভরতেরে
বনবাসে যাবে রাজপুত্র’

জীবনের এই জটিলতা উৎসারিত দিকে দিকে
ক্ষুদ্র স্বার্থ লাগি মন্থরারা ধাইছে দিকে দিকে
রচিতেছে জীবনের নব নব ইতিহাস
কুচক্রী রাষ্ট্রপ্রধান ফেঁদে চলে
নিরন্তর কুটিলতার জাল
ছেয়ে থাকে জীবনের প্রতি পদে পদে
নবরূপে নব নব প্রকাশে

ইতিহাস রচিত হয়
সময়ের সাথে সাথে
মহাকাব্যের চরিত্ররা ফিরে ফিরে আসে
সময়ের অভিঘাতে
জীবনের নিরন্তর প্রকাশে

শান্তি পায় না রাজা
আপন-মনে খুঁজে চলে মুক্তির পথ
যে পথ চলে চলে গেছে দূরে বহুদূরে
হিংসা ঈর্ষা কুটিলতার জাল ছিন্ন করে
জীবনের প্রথম প্রভাতে সৃষ্টির নবোচ্ছ্বাসে…

Powered by themekiller.com