Breaking News
Home / Breaking News / কবি লকিতুল্লাহ্ মাহমুদ ‘র কবিতা ” হে প্রভু তোমাকে জানাই”

কবি লকিতুল্লাহ্ মাহমুদ ‘র কবিতা ” হে প্রভু তোমাকে জানাই”

হে প্রভু তোমাকে জানাই
লকিতুল্লাহ্ মাহমুদ

হে প্রভু তোমাকে জানাই-
এই পৃথিবী মানুষ বাসের অযোগ্য হয়ে পড়েছে
এখানে যারা ধার্মিক সেজে বসে আছে
তারা আজ অনেক কৌশল কাণ্ডে
বিভিন্ন দলে ভাগ করে রেখেছে মানুষ
বানায়িছে হরেক রঙ্গের জাতের ভাণ্ড
যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
আরো কত কি ?

আমি এখানে শুধু জাতের ভাণ্ড পাই
অনেক পেয়েছি নামকা ঠাকুর পাদ্রী আলেম
তাদের অন্তরে নাই তোমার ভয়
ভালবাসা নাই নবী অবতার ও সৃষ্টির জন্য।
কেহ আবার সুযোগ পেলে
ধর্ষণ করে বিভিন্ন জাতের নারী
বীর্যপাতের যৌনবিলাসে থাকে উম্মাদ
তখন ওরা আর কোন জাত খুঁজে না !!!

হে প্রভু তোমাকে জানাই-
এখানে স্বার্থের জন্য খুন করে মানুষ
অবৈধ নবজাতককে ডাস্টবিনে ফেলে দেয়
আমি তাদের জন্য বলছি
তারা যেন ঐসব শিশুদের হত্যা না করে
অতি গোপনে আমার কাছে রেখে যায়
আমাকে ঐ শিশুদের পিতা ডাকার অধিকার দেবো
আর আমার স্ত্রী দিবে মা ডাকার অধিকার।

Powered by themekiller.com