Breaking News
Home / Breaking News / চাঁদপুর কচুয়ার বিতারায় অবৈধ ভূমি খেকু মনিরের ড্রেজার উচ্ছেদের পরও পুনরায় চালু।। এলাকাবাসীর ক্ষোভ

চাঁদপুর কচুয়ার বিতারায় অবৈধ ভূমি খেকু মনিরের ড্রেজার উচ্ছেদের পরও পুনরায় চালু।। এলাকাবাসীর ক্ষোভ

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের বিতারা গ্রামের ঈদখোলা সংলগ্ন বিশাল একটি কৃষি মাঠ থেকে অবৈধ বালি উত্তোলনের মনির নামে এক বড় মাপের ভূমি ক্ষেকু ড্রেজার মালিক ব্যবসায়ীর মেশিনের পাইপ ভেঙ্গে উচ্ছেদ করার পরেও আবার কি করে চালু হলো?এ প্রশ্ন এখন ওই এলাকার ভুক্তভোগী মানুষের। গত (১৭ অক্টোবর) কচুয়া উপজেলার সু-যোগ্য নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র নির্দেশে এ ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা বাবু সংকর সরজমিনে গিয়ে পাইপ ভেঙ্গে তা উচ্ছেদ করে দেয়। তবে মেশিনের কাছে মাঠের মধ্যখানে যাওয়ার ব্যবস্থা না থাকায় তা বিনষ্ট করা সম্ভব না হলে জঘন্য ভূমি ক্ষেকু ড্রেজার মালিক মনির কে ওই সহকারী ভূমি কর্মকর্তা ফোন করে তাকে সতর্ক করে দেয় মেশিন তুলে নেয়ার জন্য। কিন্তু উচ্ছের দু’দিন পরেই কুখ্যাত ভূমি ক্ষেকু মনির তা আবার চালু করে দেয় এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত মেশিনটি চলমান রয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

error: Content is protected !!

Powered by themekiller.com