Breaking News
Home / Breaking News / কবি মোহাম্মদ সোহেল রানা’র কবিতা “তাৎক্ষণিক জ্ঞান”

কবি মোহাম্মদ সোহেল রানা’র কবিতা “তাৎক্ষণিক জ্ঞান”

🌿👉কবিতা-তাৎক্ষণিক জ্ঞান🌿
✍কলমে-মোহাম্মদ সোহেল রানা।
👉তারিখ-২৫/১০/২০২১ খ্রিষ্টাব্দ।

রাগের মাথায় আমরা সবাই
অনেক কিছু করি,
অন্যের ভুল দেখে আমরা
জ্বলে পুড়ে মরি।

এ ভুবনে দেখছি এখন
নানান বাহাদুরী,
কারো ভালো দেখলে সবাই
হিংসায় উঠে পড়ি।

বন্ধু হয়ে বন্ধু সাথে
ঝগড়া কেনো করি?
অন্যের জন্য আমরা কেনো
বন্ধুর দোষ ধরি।

ঝগড়া বিবাদ হবে বারবার
মিশবো দুজন মিলে,
বন্ধুত্বের মাঝে ঝগড়া শুধু
অতি রঞ্জিত হলে।

আমরা যারা বন্ধু আছি
একটা কথা বলি,
ঝগড়া হলে সমাধান পথ
একাই যেনো খুলি।

অন্যের কাছে বলতে গেলে
ঝগড়া হবে প্রবল,
এদিক সেদিক চলবে কথার
লড়াই মাত্র কেবল।

তাৎক্ষণিক জ্ঞান না থাকিলে
কর না বন্ধু ভাই,
ঝগড়াঝাটি হলে পরে
ইজ্জতের হয় লড়াই।

বড় বড় ডিগ্রি নিয়ে
কোনো লাভ নাই,
তাৎক্ষণিক জ্ঞানের মানুষ
আগে হওয়া চাই।

বন্ধুর সাথে ঝগড়া হবে
তৃতীয় পক্ষ এলে,
ভুল গুলো সব ক্ষমা করে
নিও বুকে তুলে।

বন্ধুর মতো বন্ধু হয়ে
থাকবো এক সাথে,
জীবনে ও মরণে মোরা
রাখবো হাত হাতে।

error: Content is protected !!

Powered by themekiller.com