Breaking News
Home / Breaking News / কবি রবিউল হাসান এর কবিতা ” অবাক পৃথিবী “

কবি রবিউল হাসান এর কবিতা ” অবাক পৃথিবী “

অবাক পৃথিবী
রবিউল হাসান
———————
জন্মের পর থেকে
প্রশ্ন করতে করতে
আমি ক্লান্ত — আমি ক্লান্ত
ক্লান্ত আমি।

এতো আলো পৃথিবীতে
এতো সুখ এতো শান্তি
এতো রূপে সেজে আছে
প্রকৃতি ———————-।

আমার আলো কোথায়!
আমার শান্তি কোথায়!
আমার সুখ কোথায়!!
হৃদয়ের কঠিন জিঞ্জাসায়
আমি পরিশ্রান্ত।।

কোন সেই অপরাধে
আমার স্বপ্ন সাধ
কেড়ে নেয়া হয়েছে!
কোন সেই অপরাধে?

জানতে বড়ো ইচ্ছে করে
বড়ো ইচ্ছে করে ———।

আমি আজ যা পেয়েছি
তা কি আমার জন্য সঞ্চিত ছিলো??
ভালোবাসার বুক মাড়িয়ে
সুখের লাল অংশ টুকু!! যা —

আমার নিজের কাছে চেয়েছি।
কি নিষ্ঠুর আমি, কি নিষ্ঠুর।

আজ আমি কোথায়!
শর্বরীর বুকে মাথা রেখে আছি
নিঝুম দ্বীপ যেথায়।

ফিরে চলে যাও, চলে যাও
থামিওনা আর
ভেবনা আর এই ভাগ্যহৃতে কথা
চাইনা তুমি পাও আরো ব‍েথা।।

Powered by themekiller.com