Breaking News
Home / Breaking News / কবি আলো’র কবিতা ” কবি প্রেম”

কবি আলো’র কবিতা ” কবি প্রেম”

কবি প্রেম
~আলো✍️✍️
০৩/১০/২০২১

ও প্রাণের কবি
কই তুমি?
কতদিন হইয়া গেলো তোমারে দেহিনা!
তোমার মুখ থ্যাইকা কবিতা হুনিনা,
তুমি কি জানো তোমার লাইগা আমি রোজ
নদীর পাড় বইয়া অপেক্ষা করি,
তুমি আইয়া আমারে কবিতা হুনাইবা এই আশায়।
কিন্তু তোমার আহনের কোনো খবরই নাই
ও কবি তুমি কই কও না?
তোমার আহনের সময় কি এহনো হয় নাই?

ও প্রাণের কবি জানো!!
তোমার লইগা খুব যত্ন কইরা
একখান বকুল ফুলের মালা বানাইছিলাম,
বেলা ফুরাইয়া গেলো নতুন ভোর আইলো
আবার সময় যাইতে যাইতে
গোধূলি সন্ধ্যা নাইমা আইলো
কিন্তু তুমি আর আইলা না
কি কবি তোমার আহনের সময় কি এহনো হয় নাই??

জানো কবি!!
বকুলের মালা টা শুকাইয়া গেছে
ফুলগুলা তোমার অপেক্ষা করতে করতে নিজের রুপ হারাইয়া বিবর্ণ হইয়া গেছে।

কিন্তু জানো কবি!!
ফুলের গা থ্যাইকা এহনো সুবাস বাইরয়।
ফুলের আকুতি আজও কয়
ও কবি তুমি আহো,
তুমি একটুকু সুবাস লইয়া যাও।
আমারে লইয়া এক খান কবিতা তুমি কইয়া যাও।

জানো কবি!!
আমিও না বকুলের মতো হইয়া গেছি
রুপহীন ঠুনকো ফুলের মতো।
অযত্নে ছুড়ে ফেলা কেবলই ফেলনার মতো।

কিন্তু জানো কবি!!
আইজও ভালোবাসার সুবাসটা
ঠিক আগের মতোই আছে,
ভালোবাসার প্রাণ পাখিটা আইজও কয়
ও কবি তুমি আহো
ভালোবাসার স্পর্শটা তুমি লইয়া যাও।
ও কবি তুমি আহো একবার আহো,
এই নদীর ধারে আহো
এক খান কবিতা তুমি হুনাইয়া যাও।

Powered by themekiller.com