Breaking News
Home / Breaking News / কবি পিংকু দাস এর কবিতা “বছর বছর”

কবি পিংকু দাস এর কবিতা “বছর বছর”

…বছর বছর…..

ঢাকের লাঠিতে উৎসব নেই, ভাটার সরসর টান
বিমুখ বিমুঢ় অসুর পিড়ি পেতে সময় নিয়েছে
কি পেল মানবজমি,দুমুঠো ভাত?
রঙবাজির মোটা ধোঁয়া দাগ কেটে যে অবান্ধব আস্কারা পেল
ঢাক, সেও বায়না করা বেনিয়ার পুতুল
উৎসব সার্বজনীন ছেপে নামে পেরেকের নীচে
রোদ ঝলসানো শুকনো ঢাকি কালো তারায় যে প্রশ্ন ভেসে বেড়ায়
বোকাসোকা বলতে পারো,নতুন জামা
বোকা তো মানুষ নয়।
গঞ্জে গল্পে তস্য গলি মানুষের কান্না আদিম কালের–
ঘুচলো না, ফুল বেলপাতা ঘিয়ে পুড়লো, অনড় দেবী খড় কাঠামো মাটি সমেত
জলে ডুবলো, অসুর টানে
তাদের অসুর যোদ্ধা বানায়,বাঁচার লড়াই
চামড়া শুকায়, ঢাকের কোমর শক্ত হয়
আসছে বছর আবার হবে !

Powered by themekiller.com