Breaking News
Home / Breaking News / কবি মোঃ বিনয় আমিন এর রম্য রচনা ” বুয়া এবং বাবা – মা “

কবি মোঃ বিনয় আমিন এর রম্য রচনা ” বুয়া এবং বাবা – মা “

বুয়া এবং বাবা – মা ( একটি ছোট রম্য রচনা )
লেখকঃ মোঃ বিনয় আমিন ।

বাসার কাজের মেয়েকে ” বুয়া ” ডাকা এলো কিভাবে , জানেন কি ? আগে ডাকা হত ” অমুকের মা , তমুকের মা নিদেন পক্ষে খালা ( খালাম্মা না ) ” ৮০ দশকে জনপ্রিয় লেখক / উপ্যানাসিক ইমদাদুল হক মিলন সাহেব বি টিভি একটি নাটকে কাজের মেয়েকে ” বুয়া ” সম্বোধন দিল তখন উনার প্রচুর নাটক প্রচারিত হত বি টিভি’তে । ব্যস, চালু হয়ে গেল গৃহ কর্মিকে ” বুয়া ” ডাকা যা চলবে অনন্তকাল ধরে । তবে হুমায়ন আহমেদ সাহেব কাজের মেয়েকে ” রহিমার মা ” বা অমুকের মা বলে সম্বোধন দিলেন । তবে অন্য আরও দু’টা সম্বোধন ঠিক স্ট্যাব্লিশ করেছেন তা হল ” বাবা এবং মা ” সম্বোধন । ভদ্র বা মধ্যবিত্ত পরিবারে ” আব্বা বা আব্বু এবং আম্মা বা আম্মু ” ডাকার সাধারণ প্রচলন ছিল বা আছে কিন্তু হুমায়ন স্যারের গল্প বা নাটকের উসিলায় তা বদলে গিয়েছে । ফলে অনেকে এখন শ্বশুর শাশুড়িকে ” বাবা – মা ” সম্বোধন করে । কিন্তু সে নিজের মা বাবাকে ” আব্বা বা আব্বু এবং আম্মা বা আম্মু ” সম্বোধন করে যেখানে তার স্বামীও নিজের মা – বাবাকে ” আব্বা – আম্মা ” ডাকা স্বত্বেও এই নাটকীয় ” মা এবং বাবা ” সম্বোধন করেই যাচ্ছে !
এখানেই ইমদাদুল হক মিলন এবং হুমায়ন আহমেদ সার্থক । জয়তু বাবা – মা এবং বুয়া “

Powered by themekiller.com