Home / Breaking News / কবি মোঃ আবু বকর সিদ্দীক এর কবিতা ” প্রেমের সমাধি”

কবি মোঃ আবু বকর সিদ্দীক এর কবিতা ” প্রেমের সমাধি”

প্রেমের সমাধি
মোঃ আবু বকর সিদ্দীক
( সিদ্দীক সাধু)
১০-১০-২০২১

কত শুদ্ধ কথা শুনেছি তোমার, প্রেমের তুঙ্গে উঠে,
খৈ ফুটেছে কবিতার ছন্দ, সকাল, বিকাল, সাঁঝে
কলমী লতার ফুল দিয়েছ, গ্রামীণ সংস্কৃতি বলে,
ইংরেজিতে বলেছ কিছু রঙের নাম, দোকানী থেকেছে চেয়ে,
পছন্দ তোমার হয়নি কিছু, বের হয়েছ রাবিশ বলে,
এ দেশে নাকি যায় না পাওয়া, শাড়ি কিনতে যাবে সিংগাপুরে।

মামা থাকেন প্যারিসে, মামা মন্ট্রিলে,
দুলাভাই থাকেন জাপানে, কেন মরে দিন রাত খেটে,
জানি না, তাঁদের হয়েছে কত টাকা, বিলায় অকাতরে,
বলেছ তুমি, ওসব ভালো লাগে না, থাকবো কুঁড়ে ঘরে,
রিক্সা ওয়ালা খেটে মরে, আমার কিন্তু ভালো লাগে,
আমার মত নির্লোভ নারী পাবে না জগৎ ঘুরে,
আমার কিন্তু নেই কোন চাহিদা দেখে নিও পরে।

আদর্শ নারী, বড়ই ভালো মানুষ, আনলাম ঘরে তুলে,
মেহেদীর রঙ না শুকাতেই শুদ্ধভাষা উড়াল দেয় নীল আকাশে,
সুবচনে ধরে ঘূণ, শিউলী পরে ঝরে,
চৌদ্দপুরুষের নামের সাথে জুড়ে না না বিশেষণ যা শোনা যায় না কানে,
সন্তান থাকে মনমরা , রয় ঘরের বাইরে,
পরনিন্দা করতে পারলে যেন চাঁদ পায় হাতে,
খোঁজ নিয়ে জানা যায়, কেউ নেই তিনকুলে
কিছু গল্প, কিছু অভিনয় করেছে সুনিপুণে,
এমন যুবক যুবতি কিন্তু কিছু পাওয়া যায় সমাজে,
সারা জীবন পস্তায় তারা গভীর ক্ষত নিয়ে,
মানসিক বিকার গ্রস্ততা দেখা যায় মাঝে মাঝে,
ধোকাবাজীর প্রেমের সমাধি ঘটে এই ভাবে!!

error: Content is protected !!

Powered by themekiller.com