Breaking News
Home / Breaking News / শব্দনগরের অন্যতম পরিচালিকা কবি সারমিন জাহান মিতুর যাদুকরী কবিতা ” পাঁজর ভেঙে যায় কবি আর কবিতার”

শব্দনগরের অন্যতম পরিচালিকা কবি সারমিন জাহান মিতুর যাদুকরী কবিতা ” পাঁজর ভেঙে যায় কবি আর কবিতার”

পাঁজর ভেঙে যায় কবি আর কবিতার

সারমিন জাহান মিতু
২১-৯-২০২১

যে কবিতার পাঁজর ভেঙেছে —অথবা কবির,
শত সহস্র পলেস্তর দিয়ে ভরাট করা যাবে না—- বিনিময়ে শুধু শূন্য তরঙ্গে ভেসে যাবে শব্দ গুলো।
জোড়াতালির নকশী কাঁথার সেলাই যতোই নিখুঁত হোক —- যে ছেলেটি পরে আছে আরব মরুর দেশে — ওর দুঃখ গুলো সুখের সুতায় বুনতে পারা যায় না,
কিছু কিছু দুঃখ থেকে যায় অনির্বাচিত বুকের বাক্সে —
ব্যালট পেপারে গণনা করা হয়না– ওটা কবির লুকানো কষ্ট।
যে মেয়েটি জীবন সংগ্রামে রোজ হাঁটে বৃষ্টি জলে ভিজে —- সূর্য তাপে পোড়া শরীর আবার ফেরে অন্ধকার নীড়ে,
ওকে নিয়ে গল্প কিংবা কবিতা লেখা হয়না—- পদ্ম ফুলের রূপ যেনো পুকুর ঘাটে বাঁধা পড়ে আছে — তুলে এনে রোদে ওর বর্ণ চুরির কবিতা লিখতে গেলে কবির —অথবা কবিতার পাঁজর ভেঙে যায়।
যে ছেলেটি বিশ্ববিদ্যালয়ের করিডোর পেরিয়ে —- স্বপ্ন কিনতে কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে হাঁটে মাইলের লম্বা পথ,
বেকারত্বের মহা অভিশাপ— সংসারের মহা ঝঞ্জাট উপাধি মেনে অশ্রু মুছে আড়ালে —প্রিয়ভাষীনির চোখের রঙ পেঁজা তুলোর মতো উড়ে যায় মেঘমালায়।
তখন কবিতার বোবা কান্না আধা পেটে খাওয়া মানুষের মধ্য রাতে যন্ত্রণার সাঁকো ভাঙতে চিৎকার করে ওঠে —- কবিতার পাঁজর ভেঙে কবির মন ভাঙে — কেউ জানে না জানতে চায় না কেউ — ব্যস্ত কোলাহলে ধামাচাপা পরে থাকে আত্মচিৎকার— নীল আকাশ জানান দেয় আর একটি দিনের শুরু —– তবুও কবি কাঁদে কবিতার পাঁজর ভাঙে,
নতুন স্বপ্ন ভেঙে গেলো যেনো কার।

Powered by themekiller.com