Breaking News
Home / Breaking News / পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর ” প্রেম নিরাকার “

পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি শ্যামল ব্যানার্জীর ” প্রেম নিরাকার “

কবিতা — প্রেম নিরাকার।
কলমে — শ্যামল ব্যানার্জী
১৬/ ০৯ /২০২১

প্রেম তুমি তন্বী, তুমি বহ্নি, তুমি নিরাকার প্রতিবন্ধী।।
তুমি দেহের জ্বলন মনের গলন
প্রতিশ্রুতির অসার ফলন,
মানোনা কোনো সীমারেখা কোনো গন্ডি,
প্রেম তুমি বন্ধ্যা শর্ত সাপেক্ষ বন্দী।
প্রেম তুমি বন্যা তুমি দাবানল
কোথাও ভাঙছো অচলায়তন
মন তোলপাড় বিরহ অপার ,
প্রেম তুমি তন্বী অনল
বিস্ময়ের সমাহার।।
প্রেম তুমি অসহায় নিরুপায়,
কি করবে এখন,
তোমারই প্রেমেরই মাস্তুলে আজ লেগেছে আগুন
বাইরে ফাগুন,
কি দারুণ জ্বলছে বুকের ভেতর,
প্রেম তুমি বন্ধ্যা প্রতিবন্ধী , নেভাবে কি করে এখন।
আমার প্রেম সর্বংসহা, সে তুমি নয়
আমার প্রেম গাছের শিকড় প্রথিত গভীরে
মাটির প্রেমে রয়।
প্রেম তুমি উচ্ছল দুর্বার
তুমি উদাসীন বিলম্বিত লয়
হৃদয় খেয়েছো কুড়ে কুড়ে ভগ্নাশেষে ক্ষয়।
প্রেম তুমি অধিকার তুমি স্বাধিকার
তুমি হিংসা তুমি ত্যাগ
তুমি সফল কখনও অসফল
তবু হৃদয় ছুঁয়ে যাও বারবার।।
প্রেম আসলে তুমি তন্বী অনল কামনা অপার ।
প্রেম তুমি কখনো সফল , কখনো ব্যার্থ
দেখেছো কোথাও হিসেবের স্বার্থ,
তবু তুমি দুর্নিবার, প্রজ্বলিত শিখা অনিবার,
হৃদয় নিংড়ে জ্বালিয়েছো শুধু ভালোবাসা
বারবার।
প্রেম তুমি বড় দুর্বিনীত, সময়ের কাছে বড় অসহায়,
হৃদয়ের কথা শোননি কখনও, মানোনি ভরসায়।
প্রেম, আসলে তুমি সত্যিই প্রতিবন্ধী,
নাছোড় বান্দা জীবনের, জীর্ণ গোপন সন্ধি।
প্রেম, তুমি হা হুতাশের স্পর্ধিত অভিলাষ
ভেঙে যাও যত প্রতিশ্রুতি, রাখোনা কোনো অবকাশ।
তবুও হৃদয় প্রেম ছুঁয়ে যাও বারবার
আসলে প্রেম তুমি তন্বী অনল কামনা অপার।

Powered by themekiller.com