Breaking News
Home / Breaking News / ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৪৬ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৪৬ জন হাসপাতালে

অনলাইন নিউজঃ
গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি হয়েছেন ২১১ এবং অন্যান্য বিভাগে ৩৫ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫ হাজার ১৩২ জন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ৮৩৬ এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৯৫ জন ভর্তি রয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৫৯ জন।

Powered by themekiller.com