Breaking News
Home / Breaking News / কবি ও সাংবাদিক এম. আর হারুন এর ” রাত জাগা নক্ষত্র “

কবি ও সাংবাদিক এম. আর হারুন এর ” রাত জাগা নক্ষত্র “

উপলব্ধিঃ- “রাত জাগা নক্ষত্র”
কলমেঃ সাংবাদিক এম. আর হারুন
———————————————–
স্তব্দ পৃথিবীতে জেগে আছে একটি নক্ষত্র,
রাত জেগে কবিতার পংতিমালা নিয়ে ভাবনার কড়িডোরে বিলিয়েছে নিজেকে,
সীমাহীন কষ্টের প্রভাবে এক মগ কফি
যেনো প্রশান্তির সৃষ্টি,
ভেতর থেকে বেরিয়ে আসে ছন্দ।
চাই কবিতা, চাই কবি প্রেমিদের অজস্র প্রেম,
বিনিময় চাইনা,
এমন মনোভাবের আকালে একজন কাব্যিক
মহাপুরুষ শব্দনগরের কর্নধার রিটন।
বয়স এখনো পঞ্চাশ পেরোইনি
নির্ঘুম রাত যেনো ক্যালসিয়ামের অভাবে
দেহের ভিতর সঞ্চারন হয় ব্যাথা,
তারপরও ছাড়েনি হাল, শব্দনগরই তার প্রান।
কাব্যিক মহাপুরুষ,
জীবনের প্রতিটা ক্ষন
কবিতায় ডুবে থাকে মন,
মধ্যরাতে আবৃতির পান্ডুলিপি সাজিয়ে
অনবদ্য শব্দ উচ্চারিত হয় বাজিমাত,
শেষ রাতে বালিশের শিহরনে আচ্ছন্ন
ঘুমের ঘোরে কবিতা সাজায়,
কালক্ষেপণহীন রিটনের আত্মায়।

এ যেনো মহাকালের একজন কালপুরুষ
বিদগ্ধ হৃদয়ে হাসিমাখা মুখখানি
মায়ের হাসিতে প্রানবন্ত হয়ে উঠে,
বোনেরা ভালোবাসা দিয়ে
বালিশের নীচে গুছিয়ে রাখে নোট,
অক্লান্ত পরিশ্রমের পরও
শব্দনগর যেনো সকল কবিদের প্রান
হয়ে যায় ভালোবাসার স্পন্দন ।

গত জগতে রবীন্দ্র লিখেছেন
নাটরের বনলতা সেন,
এ জগতে কবিতার ভাষায় লিখি
নাটরের শব্দনগরের রিটন।

আত্মপ্রত্যয়ী শব্দনগরের পরিচালক
কবি ও কবিতার মাঝে অন্যতম,
যার হৃদয়ে অসম সমুদ্রের প্রেম
খুঁজেছে সমানে সমান।

নবীন কিংবা প্রবীন
কেউতো ছোট নয়,
হোক সে কবিতা প্রেমি
হোক রিটনের জয়।

শব্দনগরের কবিদের দৃষ্টি যেনো
আশ্বাস প্রশ্বাসের প্রত্যয়
অভিমান নেই, অহমিকা নেই
ভালোবাসা হোক বিনিময়।

ক’দিনে আমি জেনেছি রিটন
আপনের চেয়েও আপন,
কথোপকথন কবির উন্মাদনায়
শব্দনগর হৃৎপিণ্ডের সমন।

কোথাও দেখিনি এমন কবি
মা বোনের ভালোবাসায় সিক্ত,
কবিদের মাঝে ভাই বোনের সম্পর্ক
ভালোবাসা দেয় অ-ব্যাক্ত।

শাসন বলে হৃদয়াম্ভরে খুঁজে কবিতা
ভালোবাসার শুদ্ধিকারক বলি তাঁকে
থাকুক দীর্ঘায়ু দীর্ঘকাল,
অন্তকালের মহাকালের কাব্যিক
রিটন যেনো থাকে সুস্থ, বাঁচুক হাজার বছর
শুভকালের সমিকরনের সমকাল।
( উৎস্বর্গ শব্দনগরের শ্রেষ্ঠ রিটন মোস্তাফীকে)
২১/০৯২০২১

error: Content is protected !!

Powered by themekiller.com