Breaking News
Home / Breaking News / শব্দনগরের অন্যতম পরিচালক কবি সোনালী আদক’র দুর্দান্ত কবিতা” “অভাগীর সংসার”

শব্দনগরের অন্যতম পরিচালক কবি সোনালী আদক’র দুর্দান্ত কবিতা” “অভাগীর সংসার”

“অভাগীর সংসার”
–সোনালী আদক
————–
ফিরে ফিরে আসি নিয়ে অভাগীর, করুন ব্যাথীত কাহিনী,
দুঃখের চাদরে আগাগোড়া মোড়া, নক্সী কাঁথার জীবনী।
ভালোবাসা ভরা মনটাকে তার, বিকোয় সস্তা দামে,
সারা দিন সংসারের জাঁতাকলে ,পিষ্ট ভেজা ঘামে।
সবার তরে যত করুক ভাবুক,তার কথা কেউ ভাবেনা,
জোর করে তারে আঘাত করে, যোগ্য সন্মান পাবেনা।
বিপদ আপদে দুঃখ কষ্টে, তাকেই সব্বাই স্মরন করে,
ফাঁড়া কেটে গেলে সবে ভুলে যায়,চোখে তার জল ঝরে।
কতো ভাবে আর যাবে না, করবে না কারো ভালো,
বাঁধ মানেনা মনটা যে তার, ভাঁটায় নোঙর ভাসালো।
ভালোবাসা দিয়ে জয় করে সে, ইস্পাত কঠিন হৃদয়,
শত্রুকে ভালোবাসায় ভরিয়ে, করে দেয় মনখানা সদয়।
যতই করুক তবু তার কপালে,জোটেনা একটুও শান্তি,
আড়ি পেতে বসে থাকে সবে, জোর করে ধরতে ভুল ভ্রান্তি।
যে যার নিজের সন্তান বোঝে, অভাগীই তাদের পর,
ভুলে যায় তাদের জন্যই অভাগী,ছেড়েছে আপন ঘর।
আর কতো দিন আর কী ভাবে, করবে সবার মন জয়,
যৎসামান্য মান সম্মান পাবে, কবে হবে সুখের সূর্য উদয়।
জানে সে বোঝে, কেউ তাকে একটুও ভাবে না যে আপন,
সুখের খোঁজে নিজেকে উজাড়ে,জড়িয়ে দুঃখ যাপন।
অস্রু জলে জোয়ারে ভেসে, দেখে সুখী সংসারের স্বপন,
শত আশায় বুক বেঁধে, করে সে ভালোবাসার বীজ বপন।

Powered by themekiller.com