Breaking News
Home / Breaking News / কবি আমির হামজা’র কবিতা ” খেয়া ঘাঁট”

কবি আমির হামজা’র কবিতা ” খেয়া ঘাঁট”

কবিতা : খেয়া ঘাঁট
কলমে : আমির হামজা

খেয়া আর ঘাঁট মিতালী বেঁধে
সংসার গড়েছে একসাথে
ভাটির টানে খেয়া উঁকি ঝুঁকি দেয়
সুযোগ পেলে অন্য ঘাটের পাড়ে।

ভাবে সংগোপনে কতো না প্রশান্তি
ভালোবাসা ঔ ঘাটের অন্তরে
মিছে মায়ার টান, হতাশার জাল
বিছানো পাড় ভাঙা এই ঘাঁটে।

ঘাঁট কেঁদে কয়,, বলো খেয়া
আসো যখন যৌবন কালে মোর পাড়ে
পাড় কী ছিলো ভাঙা!
কতো খেয়া আর মাঝির সরগম
হতো আমার এ-ই খানে, আমার বুকে।

কতো খেয়া আমায় পাইবার জন্য
হারিয়েছে জীবন এই, এই নদীর বুকে
কেঁদে বুক ভাসিয়েছে কতো জন
সাথী হারিয়ে, কেউ বা বুকের ধোন।

স্রোতের টানে তোমার আঘাতে
ভাঙ্গিল বুক, কদোমাক্ত সোনার যৌবন
তাই ঘৃণা অবজ্ঞা অবহেলার কারণ এখন
যৌবন কালে সকলে আপন
বৃদ্ধ হলে অকাতরে ঝরে জীবন।

Powered by themekiller.com