Breaking News
Home / Breaking News / জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নিপুন জাকারিয়া:—

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ও মেষ্টা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রান সামগ্রী তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।

ত্রাণ সামগ্রীরর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মঞ্জু, মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, সদস্য ছানোয়ার হোসেন সবুজ, মেষ্টা ইউনিয়ন পরিষদের সচিপ আজমুল হক আকন্দ সবুজ, কেন্দুয়ার সচিপ সামছুন্নাহার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরুল, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদল তরফদারসহ অনেকে।

Powered by themekiller.com