Breaking News
Home / Breaking News / মুজিববর্ষ ও শোকের মাসে চাঁদপুরে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

মুজিববর্ষ ও শোকের মাসে চাঁদপুরে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁদপুর শহর প্রতিনিধিঃ
মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই স্লোগান নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনী একযোগে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বুধবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ রাজধানীতে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করার পর সারা দেশের মতো চাঁদপুরেও এই কর্মসূচি পালন করেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ ও তার সহকর্মীরা।
এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক নেতৃবৃন্দও তাতে অংশ নেন। পরে জেলা পুলিশ সুপার কার্যালয় ও চাঁদপুর পুলিশ লাইনস্ এ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক, চাঁদপুর শাখার সভাপতি ডা. আফসানা শর্মী, সহসভাপতি পূজা দাশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। এসময় জেলা পুলিশ সুপার জানান, মুজিববর্ষ ও শোকের মাস উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট একযোগে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাককে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। তাই এই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের প্রতিটি থানা এলাকায় পুলিশের পক্ষ থেকে নানা প্রজাতির গাছের চারা রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Powered by themekiller.com