Breaking News
Home / Breaking News / কবি রত্না চৌধুরীর “গদ্যকবিতা “উদ্বিগ্ন হৃদয় রোদন ভরা”

কবি রত্না চৌধুরীর “গদ্যকবিতা “উদ্বিগ্ন হৃদয় রোদন ভরা”

গদ্যকবিতা
উদ্বিগ্ন হৃদয় রোদন ভরা
কলমে- রত্না চৌধুরী
তারিখ- ০৮/০৮/২০২১

তিথির মন কু গাইছে!
উদ্বিগ্ন পৃথিবীকে ঘিরে।
ব্যথিত মনে টান টান
অনাকাঙ্ক্ষিত সমাচারে।
কি হচ্ছে এসব? কি হবে?
মুক্তি কোথায়?
সব মিলিয়ে প্রচন্ড গোলমাল মানব হৃদয়ে!

মানব দৃষ্টিতে হতাশা,
মুহূর্তের মধ্যে অভিব্যক্তি বদল হচ্ছে
নানা সংবাদে।

তবুও তিথিরা ছুটে চলছে!
রান্না ঘরের টুংটাং শব্দে,
এঘর ওঘরের টুকটাক কাজে।
মনের বঁড়শি ডুবিয়েই রাখে
সারাদিনের ক্লান্তি শেষে
শতরঞ্জিতে গা এলিয়ে দিলেই
এই বুঝি সবশেষ!
বঁড়শি মাঝ দরিয়ায় ভাসছে
উদ্দেশ্যহীন হয়ে।
তাইতো কলমের ছিপে গেঁথে তোলা হয় না
নানা ঘটনা, মানব চরিত্রের নানা সমাবেশ।
যেন গল্পরা অতল তলে ডুবে আছে অনিশ্চিয়তায়।
তিথি আবদ্ধ করতে পারছে না
পরিস্থিতির ক্ষণগুলো।
কেবল কাগজগুলো দলা পাকিয়ে
মুচড়ে ফেলছে পাশের নর্দমায়!
পুনরায় দেখাটাও ব্যর্থ কেননা
অপূর্ণতার সেই শব্দ, বাক্যরা বন্যার পানিতে
ভেসে যাচ্ছে মলমূত্রের মত।
ভেতরের কাব্যরা চিঠি ভাঁজের
দাগগুলোর মতো মুছে যাচ্ছে
চেষ্টা চলছে আগলে রাখার
দলিল আর দস্তাবেজ ভেবে।

Powered by themekiller.com