Breaking News
Home / Breaking News / কলকাতার কবি হেনার কবিতা ” এক “

কলকাতার কবি হেনার কবিতা ” এক “

শিরোনাম – এক
কলমে-হেনা
০৮.০৮.২০২১

এক
______
শৈশবে যখন আমরা গুনতে শিখেছিলাম ,
তখন ‘এক’ দিয়ে শুরু করে ছিলাম , আদো আদো বুলে।
ক্রমান্বয়ে এক -দুই – তিন করে গুনতে গুনতে হাজার , লক্ষ, ছাড়িয়ে কতো সহস্র , অর্বুদে গেছি পেরিয়ে , তার নেই কোনো হিসাব।
শৈশব ছেড়ে কৈশোর , কৈশোর থেকে যৌবনে উত্তির্ণ হতে হতে , আমরা ‘ এক’ এর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছি।
আমরা ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছি ‘ বহু’ কে।
‘ বহু’ এর সাথে নতুন করে আমাদের পরিচয় ঘটে,
আত্মার সাথে মিশে যায় এই ‘বহু’ শব্দটি, মনের অজান্তেই।
যে ‘এক’ দিয়ে গুনতে শুরু করে ছিলাম , সেই এক আর ভালো লাগে না, শব্দটির প্রতি ঘৃণা জন্মে গেছে।
আমরা এক সাথে মিলে মিশে থাকতে ভালো বাসি না, এক ছত্র ছায়ায় কেউ বড়ো হতে চাই না,
একই দেশের জল হাওয়ায় মিশে একাকার হয়ে বাঁচতে চাই না।
একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়তে চাই না।
” এক জাতি এক প্রাণ একতা ” – কথাটা বেমালুম ভুলেই গেছি।
একের সাথেই যেনো যতো দ্বন্দ্ব, চির বিচ্ছেদ ঘটে ‘বহু’ এর আগমনে।
চলো না আবার সবাই ‘এক’ এ ফিরে যাই,
জাতি ভেদাভেদ ভুলে , এক সাথে একই দেশের জল হাওয়ায় মিলে মিশে বাঁচি।

লেখা – হেনা
আগরতলা, ত্রিপুরা, ভারত

Powered by themekiller.com