Breaking News
Home / Breaking News / কবিঃ ক্ষুদিরাম দাস এর ” প্রভু তোমারই আদেশ”

কবিঃ ক্ষুদিরাম দাস এর ” প্রভু তোমারই আদেশ”

” প্রভু তোমারই আদেশ ”
ক্ষুদীরাম দাস :
———–
যে বিরহে আমার নিঃশ্বাস
যে আঘাতে ভেঙ্গেছে আমার বিশ্বাস
আমি যে ক্ষতবিক্ষত
অশ্রু ঝর ঝর অবিরত,
আমার জীবন কি রবে প্রভু,
আমি কি আর বাঁচিবো কভু?
নাকি আমার মৃত্যু সীমানা নির্ধারিত?
নাকি আরো কষ্ট আমার শত শত?
প্রভু, আমার জীবন ভর তোমার প্রণিপাতে,
বাঁচিবারে চাই আমি তোমার সৃষ্টি এ পৃথিবীতে!

রজনীগন্ধা আমায় ছন্দ দেয় না,
আনন্দ কেড়ে নিয়েছে করোনা!
আমার, আপনার, আমাদের সবার,
ভাবছে সবাই, বাঁচবো কি আর!

প্রভু, তোমার দৃষ্টির বিশুদ্ধতায়,
আমাদের বাঁচাও প্রভু,
আমি আর কাঁদবো না,
তুমিও যে আছো প্রভু।

চারিদিকে হানাহানি নিস্তব্ধতা আর কান্না,
দূর কর প্রভু, মহামারী এই করোনা,
দুঃখে অব্যক্ত শব্দের নির্জনতায়
ডুবে আছে হাজারো ব্যাকুলতায়,
জীবন তরী নোঙ্গর হবে একদিন তোমার ঠিকানায়,
রক্ষা কর প্রভু, সবই হোক তোমারই ইচ্ছায়,
যতদিন রবো এ জগতে, রব তোমার ইচ্ছার আলিঙ্গনে,
আমরা সাহসী জাগ্রত তুমি, অবিরত আমাদের মনেপ্রাণে।

আমরা যে অন্ধ, আমাদেরই পাপে,
তোমার চরণে এখন, হৃদয়ের অনুতাপে,
যতদিন রব, থাকি যেন বেশ,
প্রস্তুত, যাব তোমারই নিকেট প্রভু যবে তোমার আদেশ।

Powered by themekiller.com